Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যবানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড বাসে

বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড বাসে

Follow Us :

জলপাইগুড়ি: বানারহাটের কলাবারি থেকে জলপাইগুড়িগামী সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। জাতীয় সড়কের ওপরে দাউ দাউ করে জ্বলে উঠল একটি বাস। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হতবাক বাসের যাত্রীরাও। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। ঘটনাটি ঘটেছে  ৩১ নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ির উল্লাডাবরিতে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।

পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, হঠাৎই সরকারি বাসটিতে ইঞ্জিনের গরম হয়ে যাবার ফলেই শর্টসার্কিট থেকে আগুন লাগে। তড়িঘড়ি বাসের যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সরকারি বাসের যাত্রীরা বাসের কর্মীরা।

এদিকে সন্ধ্যায় ফের ভয়াবহ আগুন জলপাইগুড়িতে। এবার আগুন লাগলো কেন্দ্রীয় সরকারের তুত বাগানে। জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনা৷ এলাকায় চাঞ্চল্য৷ ফুলবাড়ীর থেকে দমকলবকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাগানের ইনচার্জ প্রবীর কুমার মিত্র বলেন কি করে আগুন লাগলো সেটা বাঝাযায়নি। তবে প্রায় এক বিঘা জমিতে থেকে গাছ নষ্ট হয়েছে৷ তবে এই ঘটনায় তুত গাছের তেমন কোনো ক্ষতি হয়নি৷

 

RELATED ARTICLES

Most Popular