Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদিল্লি থেকে ভোটে লড়ছেন কানহাইয়া কুমার
Kanhaiya Kumar

দিল্লি থেকে ভোটে লড়ছেন কানহাইয়া কুমার

উত্তর পূর্ব দিল্লি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতাকে

Follow Us :

নয়াদিল্লি: দিল্লি (Delhi) থেকে কংগ্রেসের (Congress) টিকিটে এবার ভোটে লড়বেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েক প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তাঁকে উত্তর পূর্ব দিল্লি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। রবিবার কংগ্রেস দিল্লির তিন আসনের জন্য প্রার্থী ঘোষণা কররেছে। এবার দিল্লিতে আপের সঙ্গে চার-তিন আসন রফায় লড়ছে কংগ্রেস।

কানহাইয়া কুমারের রাজনৈতিক উত্থান দিল্লি থেকেই। জেএনইউতে একসময় দাপিয়ে বেড়াতেন প্রাক্তন বামপন্থী এই ছাত্র নেতা। গত লোকসভা ভোটে তাঁর পুরনো দল সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন।

আরও পড়ুন: রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের

উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে কানহাইয়া কুমারের প্রতিদ্বন্দ্বী অভিনেতা তথা রাজনীতিবিদ মনোজ তিওয়ারি। কংগ্রেসের উত্তর পশ্চিম দিল্লি ও চাঁদনিচকের প্রার্থীও ঘোষণা করা হয়েছে। রবিবার পঞ্জাবের ছটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জলন্ধর কেন্দ্র থেকে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহকে দাঁড় করানো হয়েছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular