skip to content
Wednesday, January 22, 2025
HomeBig newsরামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন

রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল

Follow Us :

অযোধ্যা: রামমন্দিরে (Ram Temple) রামলালার (Ramlala) বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। পুজো আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হল। সোমবার দুপুরে অযোধ্যায় জাঁকজমকের সঙ্গে সেই অনুষ্ঠান হয়। প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এদিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টা বেজে ৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু করেন। তার আগে অযোধ্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। ১ ঘণ্টার বেশি সময় প্রধানমন্ত্রী পুজোর অনুষ্ঠানে অংশ নেন। মন্দিরের গর্ভগৃহ থেকে তা টিভির পর্দায় লাইভ সম্প্রচার করা হয়। রামলালার মূর্তি চারিদিক ঘুরে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী।

সোমবার রামমন্দিরের উদ্বোধন(Ram Mandir Inauguration) উপলক্ষে মন্দির চত্বরে বলিউডের তাবড় তারকাদের দেখা যায়। রামমন্দির (Ayodhya Ram Temple) উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রাজকুমার হিরানি, রোহিত শেট্টি সহ বি-টাউনের অসংখ্য তারকা। ‘রামায়ণ’ নিয়ে নৃত্যানুষ্ঠানের পর এদিন সকালে অযোধ্যায় মন্দির চত্বরে দেখা যায় হেমা মালিনীকেও। হনুমান মন্দিরে পুজো-অর্চনা সেরে কঙ্গনা রানাউতকে মন্দির ঝাঁট দিতে দেখা যায়।

আরও পড়ুন: একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইডি

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular