Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবুধে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

বুধে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

লোকসভার আগেই মুর্শিদাবাদের জন্য হাজার কোটির বেশি উপহার মমতার

Follow Us :

বহরমপুর:লোকসভা নির্বাচনের আগে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সফরে যাচ্ছেন তিনি। বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রায় ১১০০ কোটি টাকার উন্নয়নের ডালি নিয়ে বহরমপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনিক মহলে। স্টেডিয়ামে বিশাল পান্ডেল তৈরির কাজ চলছে জোরকদমে।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই দলের সংগঠনকে শক্ত করতেই ইতিমধ্যেই কালীঘাটের বাড়ি থেকে মুর্শিদাবাদ, বীরভূমের নেতৃত্বর সঙ্গে বৈঠক সেরেছেন। টার্গেট যখন লোকসভা তখন জেলার মানুষের মন বুঝতেই জেলা সফরে মমতা। রাজনৈতিক মহলের দাবি, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে সার্বিক ভাবে ভাল ফল করেছে বিজেপি। তাই হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল নেত্রী। সোমবার সকালেই রাহুলদের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ চোপড়া থেকে ইসলামপুর হয়ে কিষানগঞ্জের দিকে গিয়েছেন। রাহুলের পথে মঙ্গলবার হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক সভার আগে চোপড়া থেকে পদযাত্রা করে ইসলামপুরে যান মুখ্যমন্ত্রী। বুধবার সকালে বালুরঘাট থেকে রওনা দেবেন মালদা। সেখানে সরকারি অনুষ্ঠানে পরিষেবা প্রদান করে মুখ্যমন্ত্রী চলে যাবেন বহরমপুর। সেখানেও একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। তারপর সড়কপথে নদিয়ার কৃষ্ণনগর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিদার্থে চালু হল হেল্পলাইন নম্বর

বহরমপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হতে চলেছে। আগামী ৩১ জানুয়ারি দুপুরে বহরমপুর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী ৮৮৩ কোটি ৫৯ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের শিল্যান্যাস এবং ১৫৩ কোটি ৮২ লক্ষ টাকা প্রকল্পের উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে পথশ্রী প্রকল্পের ২৫৩টি রাস্তা নির্মাণ। মোট ৯৭ কিলোমিটার ওই রাস্তার খরচ ৩৫কোটি ৭৩ লক্ষ। এছাড়া বিভিন্ন ঢালাই রাস্তা ও পিচ রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া কুলি- বড়ুয়া- গ্রামশালিকা- মজলিশপুর রাস্তার প্রায় ২৯ কিমি রাস্তার প্রশস্তিকরণ করবেন মুখ্যমন্ত্রী। ১১০ কোটি টাকার ব্যায়ে ওই রাস্তা বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে ভাগীরথী নদীর ভাঙ্গন প্রতিরোধ কাজের শিল্যানাস করবেন। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে একাধিক কমিউনিটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিছু বিদ্যালয় ভবন নির্মাণের কাজ, বহরমপুরে একটি সুইমিং পুল নির্মাণ কাজের শিল্যানাস করার পাশাপাশি নবগ্রামে রত্নেশ্বর মন্দির সংরক্ষণের কাজেরও শিলান্যাস করবেন। উদ্বোধন করবেন একটি সেতুও। এছাড়াও ফারাক্কা এবং সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার নদী অংশ পুনরুদ্ধারের কাজের উদ্বোধন করবেন তিনি।

এছাড়া বেলডাঙা পুরসভায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প ,বেলডাঙায় ঘরে ঘরে নলবাহিত জলের সংযোগ, কান্দি পুরসভায় আম্রুত- দুই এর অধীনে জল প্রকল্প, কান্দিতে পাকা রাস্তার বাইপাস রোড নির্মাণ। নবগ্রামের রত্নেশ্বর মন্দিরের সংরক্ষণ ,নবগ্রামের কীরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণের অধীনস্থ শিব মন্দিরের সংস্কার,সার্কিট হাউস এর ইনডোর ব্যাডমিন্টন কোর্টের নির্মাণ, সুইমিংপুলের নির্মাণ, সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, শেরপুর- বিষ্ণুপুর রাস্তার ৬কিমি থেকে প্রায় ১২ কিমি রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, লালগোলা ব্লকে গঙ্গা ভাঙনের কারণে নদী পাড় পুনরুদ্ধারের কাজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মোট প্রায় ১৫৪ কোটি টাকার ১১৪ টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রায় ৮৮৩ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ১৪০ টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখমন্ত্রী বলে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53