Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি কেটে বিক্রি
Mangroves

নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি কেটে বিক্রি

পুকুরের মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে

Follow Us :

কাকদ্বীপ: ম্যানগ্রোভ (Mangroves) ধ্বংস করে নদীর চর থেকে কাটা হচ্ছে মাটি। সেই মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যাক্তি এই কাজ করছে বলে অভিযোগ। যদিও স্থানীয় বাসিন্দারা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে। মুখ খুললেই সমস্যায় পড়তে হতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপের (Kakdwip) পশ্চিম ময়নাপাড়ার বুদ্ধপুরের দুয়ের ঘেরি এলাকায় কালনাগিনী নদীর চর থেকে এই মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ম্যানগ্রোভ কেটেও নির্দ্বিধায় পরিবেশ ধ্বংস করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যবসায়ী এই কাজ করছে। মাটি কেটে ভ্যানে করে বয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। সকাল হওয়ার আগেই তারা এই এলাকা ছেড়ে পালিয়ে যায়। নদীর চরে মাটি কাটার ফলে ইতিমধ্যেই ওই এলাকায় পুকুরের মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)

কাকদ্বীপের বাসিন্দা সুব্রত পানিগ্রাহী জানান,’ নদীর চর থেকে এভাবে মাটি কাটা হলে, এক সময় পুরো সুন্দরবনই ধ্বংস হয়ে যাবে। কারণ সুন্দরবনের বেশিরভাগই নদী বাঁধ আলগা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এভাবে ম্যানগ্রোভ ও চরের মাটি কাটা হলে নদী তার গতিপথ পরিবর্তন করবে। সেই সময় প্রায় দিনই এই সুন্দরবন এলাকায় নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। এখনই প্রশাসনকে পদক্ষেপ নেওয়া উচিত। না হলে অসাধু ব্যবসায়ীদের এরকম দুষ্কর্ম আরও বাড়তে থাকবে। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস জানান, বিষয়টি জানতাম না। তবে সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পঞ্চায়েত এরূপ কাজকে কোনভাবেই সমর্থন বকরে না।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular