Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনতুন করে অশান্ত মণিপুর, মৃত ১৩

নতুন করে অশান্ত মণিপুর, মৃত ১৩

নিরাপত্তা বাহিনী নিহতদের পরিচয় নিশ্চিত করেনি

Follow Us :

ইম্ফল: নতুন করে মণিপুরে হিংসা (Manipur Violence) ছড়াল। সোমবার টেংনওপাল জেলাতে (Manipur Tengnoupal district) ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। টেংনওপাল জেলার সাইবোলের কাছে লেইথু গ্রামে এদিন দুপুরে নতুন করে সংঘর্ষে জড়ায় দুই সশস্ত্র গোষ্ঠী। তাদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী ১০ কিমি দূরেই ছিল। খবর পেয়ে লেইথু গ্রামে বাহিনী গিয়ে ১৩টি মৃতদেহ উদ্ধার করে। যদিও কোনও অস্ত্র খুঁজে পায়নি। কারা গুলি চালিয়েছে, স্পষ্ট নয়। পুলিশ বা নিরাপত্তা বাহিনী নিহতদের পরিচয় নিশ্চিত করেনি।

নিরাপত্তা কর্তারা জানিয়েছেন, মৃত ব্যক্তিরা লেইথু গ্রাম বা আশপাশের এলাকার নয়। তারা অন্য জায়গা থেকে সেখানে এসেছিলেন। অন্য এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের গুলির লড়াই বাধে। ঘটনার পর মণিপুরের এক পুলিশ কর্তা জানিয়েছেন, এর আগে এই জায়গায় কোনও হিংসার ঘটনার ঘটেনি। অসম রাইফেলসের একটি টহলদারি গাড়ির উপর আইইডি হামলা করা হয়েছিল। তিনি আরও জানান,ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তারা বিষয়টি তদন্ত করবে।

আরও পড়ুন: প্রাক্তন আইপিএস লালডুহোমা মিজোরামে মুখ্যমন্ত্রী হওয়ার পথে

প্রসঙ্গত, মে মাস থেকে উত্তর-পূর্বে রাজ্যে কুর্কি-মেইতি জন গোষ্ঠীর জাতিগত হিংসায় বিপর্যস্ত। প্রায় ২০০ কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে এই হিংসায়। এখনও পর্যন্ত প্রায় ৫০০০০ গৃহহীন হয়েছে। রবিবার সরকারের পক্ষ থেকে সীমান্ত এলাকা বাদ দিয়ে কিছু জেলায় সাত মাস পর মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular