কলকাতা: ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঝাড়খণ্ডের জামতাড়ায় (Train Accident in Jharkhand’s Jamtara)। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১২ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জখমদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। বুধবার রাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১২)
বুধবার রাত ৮টায় ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকাই খবর ছড়ায় আগুন লেগে গিয়েছে। তখন ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছে। হঠাৎই গুজব ছড়ায় ট্রেনে আগুন লেগে গিয়েছে। এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা ১২ জন যাত্রীর মৃত্যু হয়। কৌশিক জানান, কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। কী কারণে গোটা ঘটনা খতিয়ে দেখতে তিন জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্য খবর দেখুন
