নয়াদিল্লি: আজ শনিবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ৭৮তম জন্মদিন (Birthday)। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন সকালেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মোদি। তিনি লেখেন, “সনিয়া গান্ধীজিকে তাঁর জন্মদিনের অভিনন্দন। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।”
জানা গিয়েছে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার সঙ্গে জন্মদিন কাটাবেন সনিয়া। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে ইতিমধ্যেই রাজস্থানে রয়েছেন রাহুল। সেখানেই এসেছেন সনিয়া এবং প্রিয়াঙ্কা। এইমুহূর্তে রন্থামবোর টাইগার রিজার্ভের একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন কংগ্রেস নেত্রী। সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও।
আরও পড়ুন: পঞ্জাবের ফিরোজপুর থেকে উদ্ধার পাক ড্রোন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সনিয়া গান্ধী অনুপ্রেরণা বলে টুইটারে উল্লেখ করেছেন শশী থারুর। আবার কংগ্রেসের কঠিন সময়ে সনিয়া গান্ধী দলকে অসাধারণভাবে পরিচালনা করেছিলেন এবং তিনি ইউপিএ সরকারের স্থপতিকার ও দেশের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রেখেছেন বলে উল্লেখ করেছেন কেসি বেণুগোপাল।
দেখুন আরও অন্য খবর