Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমিশেল ওবামার নাম উঠছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে
Michelle Obama

মিশেল ওবামার নাম উঠছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে

ডেমোক্র্যাটদের আভ্যন্তরীণ সমীক্ষায় মিশেল ওবামা পিছনে ফেলে দিয়েছেন জো বাইডেনকে

Follow Us :

নিউইয়র্ক: এবার কি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘরণী মিশেল ওবামা (Michelle Obama)? ডেমোক্র্যাটদের আভ্যন্তরীণ সমীক্ষায় তিনিই প্রথম পছন্দ হয়েছেন। তাতে মিশেল ওবামা পিছনে ফেলে দিয়েছেন জো বাইডেনকেও। একটি সমীক্ষাতে (Rasmussen Reports) উঠে এসেছে যে, ডেমোক্র্যাটদের প্রায় অর্ধেকই প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বদলে অন্য মুখ দেখতে চান। প্রায় ৪৮ শতাংশ ডেমোক্র্যাট তেমনটাই চান। তবে ৩৮ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনে সিলমোহর দিয়েছেন। তবে সর্বাধিক ২০ শতাংশ ভোট দাতা মিশেল ওবামাকে বাইডেনের বদলি প্রার্থী হিসেবে মেনে নিচ্ছেন। মিশেল ওবামার সমর্থকদের দাবি, নভেম্বরে বাইডেনের জায়গায় তিনি ভোটে লড়ুন। তবে এই দৌড়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) , প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনও (Hillary Clinton)। অভ্যন্তরীণ সমীক্ষায় কমলা হ্যারিস পয়েছেন ১৫ শতাংশ ভোট। ১২ শতাংশ ডেমোক্র্যাট মনে করে এবারে প্রেসিডেন্ট ভোট হিলারি বনাম ট্রাম্প হোক। ইতিমধ্যে মিশেল ওবামাকে প্রেসিডেন্ট ভোটে লড়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এতদিন মনে করা হচ্ছিল বাইডেনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। কিন্তু ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন নাম উঠে আসছে। বেশি বয়সের কারণে অনেকেই চাইছেন না বাইডেন ফের প্রেসিডেন্ট হোক। এখন দেখার এই বিষয়ে মিশেল ওবামা নিজে কি মনে করছেন? বারাক ওবামাও এই বিষয়ে কোনও মন্তব্য করেন কি না?

আরও পড়ুন: দিনে গরম, রাতে ঠান্ডা, এই আবহাওয়াই থাকবে কলকাতায়

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular