লাহোর: পাকিস্তানে (Pakistan) জঙ্গি (Militant) কার্যকলাপ অব্যাহত। এবার একটি বাসে (Bus) হামলা চালাল জঙ্গিরা। নির্বিচারে গুলি বর্ষণ করা হয় ওই বাসে। সাতসকালে ওই ঘটনায় হকচকিয়ে যান যাত্রীরা। যাত্রী বোঝাই বাস লক্ষ্য করে জঙ্গিদের গুলিতে মৃত্যু (Death) ৮ জনের। জখম হলেন ২৬। পাক অধিকৃত কাশ্মীরে গিলগিট বাল্টিস্তানে ঘটনাটি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় গিলগিট থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় চিলাস এলাকায় পৌঁছতেই বাসটিকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপর উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: বড়দিনের তোড়জোড় শুরু প্রশাসনের
চিলাসের ডেপুটি পুলিশ কমিশনার আরিফ আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে দুই সেনাকর্মীও রয়েছেন। আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।
আরও খবর দেখুন