পশ্চিম মেদিনীপুর: পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকাডুবি। নিখোঁজ ৬ জন কিশোর। বৃহস্পতিবার হাওড়া ও বাগনান থেকে কয়েকজন মিলে ১৪-১৫ জনের একটি দল পিকনিক করতে গিয়েছিল।নৌকায় করে দুধকুমড়া ঘাটের ত্রিবেনী পার্কে পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকা উল্টে নিখোঁজ এক শিশুসহ ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানে রূপনারায়ন নদীতে (Rupnarayan River)।
নিখোঁজ ওই ৫ জন হলেন অচ্যুৎ সাহা (৫৯), অমর ঘোষ (৬২), অমৃতা ঘোষ (৫৫), রিশন পাল (৭) এবং প্রিতম মান্না (১৭)। এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি লিলুয়া থানার বিভিন্ন এলাকায়। প্রিতমের বাড়ি বাগনানের মানকুরে। ১৩ জনকে মাঝিরা উদ্ধার করেন। নিখোঁজ ওই ৫ জন হলেন অচ্যুৎ সাহা (৫৯), অমর ঘোষ (৬২), অমৃতা ঘোষ (৫৫), রিশন পাল (৭) এবং প্রিতম মান্না (১৭)। এদের মধ্যে রিশন পাল হাইরোড চামরাইলে থাকে। বাকিরা থাকেন বেলগাছিয়ার লিচুবাগানে।
আরও পড়ুন: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় গাড়িতে হামলা, গ্রেফতার ৩
জানা গিয়েছে এদিন হাওড়ার শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য বাগনানের মানকুরে আসে। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় আত্মীয়রা। পরে একটি নৌকা করে তারা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেনী পার্কে পিকনিক করতে যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন পিকনিকের শেষে নৌকায় চেপে ১৯ জন মানকুরে ফিরছিল। মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে যায়। তৎক্ষণাৎ অন্য একটি নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও ৬ জন তলিয়ে যায়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবেলার দল। ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাটের কাছে রূপনারায়ণ নদের উপর একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ছয় জন নিখোঁজ বলে জানা গিয়েছে। সুত্রের খবর এদিন শিবপুর থেকে একটি দল পিকনিক করতে বাকসী হাটের অপরপ্রান্ত দুধকোমরার ত্রিবেনী পার্কে পিকনিক করতে গিয়েছিল।ফেরার পথে আচমকাই নৌকাটি উল্টে যায়। বিষয়টি জানতে পেরে মাঝিরা উদ্ধার করতে নামে।এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ছয়জন নিঁখোজ বলে জানা গিয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে এই বিপত্তি।
অন্য খবর দেখুন