Placeholder canvas

Placeholder canvas
HomeScrollন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ১১দিন থাকবে, মমতার কটাক্ষের জবাবে জয়রাম

ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ১১দিন থাকবে, মমতার কটাক্ষের জবাবে জয়রাম

অভিষেককে বাঁচাতে বিজেপির সঙ্গে সেটিং হয়েছে, বিস্ফোরক অধীর

Follow Us :

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের জবাব দিল কংগ্রেস (Congress)। দলের জনসংযোগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শনিবার দিল্লিতে বলেন, আমরা অবশ্যই উত্তরপ্রদেশে যাব। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনও সংশয় থাকা উচিত নয়। ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ১১দিন থাকবে। কংগ্রেস নেতা বলেন, আমি শুনলাম, কংগ্রেস সম্পর্কে তৃণমূল নেত্রী গতকাল অনেক কিছু বলেছেন। আমরা তা নিয়ে কিছু বলছি না। তবে মমতা বারবারই দাবি করছেন, তিনি ইন্ডিয়া জোটের অংশ। আমরাও তাই। তাই আমাদের সকলেরই সেই জোটকে শক্তিশালী করা একমাত্র কর্তব্য হওয়া উচিত। আমাদের একটাই লক্ষ্য। তা হল বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মনে রাখা দরকার, ইন্ডিয়া জোট লোকসভা ভোটের জন্য জাতীয় স্তরের বিষয়। বিধানসভা ভোটের বিষয় নয়।

এদিকে বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিনই কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতার বিরুদ্ধে। তিনি বলেন, যে গান্ধী পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, সেই পরিবারের সদস্য রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি কুৎসা এবং অপপ্রচার করছেন। বাংলার মানুষ সব দেখছেন। এই রাহুল গান্ধীকেই কিছুদিন আগে দিদিমণি আমার লিডার বলে সম্বোধন করেছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকের পর। আজ সেই নেত্রীই রাহুলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। তাঁর অভিযোগ, মমতা একজন ধড়িবাজ রাজনীতিক।

আরও পড়ুন: ফের শিরোনামে ঝালদা পুরসভা, নির্বাচিত হল নতুন পুর প্রধান

শুক্রবার কলকাতায় রেড রোডের ধরনা মঞ্চ থেকে মমতা নাম না করে রাহুলকে বাছা বাছা শব্দে বিঁধেছেন। তিনি বলেন, তুমি উত্তরপ্রদেশে না গিয়ে বাংলায় এসেছ কেন। বুকের পাটা থাকলে বারাণসিতে যাও। রাজস্থানে যাও। তুমি জেতা জায়গায় হেরে এসেছ। লোকসভা ভোটে কংগ্রেস আদৌ ৪০টি আসনও পাবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি ধরনা মঞ্চ থেকে আরও বলেন, এখন বসন্তের কোকিল এসেছে। শিশুদের আদর করছে। শিশু কী জিনিস, জানে? বিড়ি বাঁধতে যাচ্ছেন। নিজে বিড়ি খায় না অন্য কিছু খায়।

শনিবার তারই জবাব দেন দিল্লিতে জয়রাম এবং বহরমপুরে অধীর। রাহুলের মণিপুরে যাওয়া নিয়েও মমতা কটাক্ষ করেছিলেন। জবাবে অধীর বলেন, উনি তো মণিপুরে গিয়েছিলেন নাটক করতে। রাহুল সবার আগে মণিপুরে যান। আমিও গিয়েছিলাম সেখানে। এখানেই থামেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, খোকাবাবুকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বাঁচাতে পিসি বিজেপির সঙ্গে সেটিং করেছেন। ইডি, সিবিআইকে তৃণমূল অনেক কিছু দিয়েছে। তাই এখন আর তারা খোকাবাবুকে ডাকাডাকি করছে না। পিসির কাছে ভাইপো বড়। আর রাহুল গান্ধীর কাছে দেশ বড়। গতকাল লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ন্যায় যাত্রাকে অন্যায় যাত্রা বলে কটাক্ষ করেন। অধীর বলেন, সুদীপের কোনও দোষ নেই। দিদি যা শিখিয়ে দিয়েছেন, চাকরি বাঁচাতে তিনি তাই বলেছেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular