Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবছরের প্রথম দিনে রাজ্যজুড়ে পিকনিক স্পটে জমাটি ভিড়

বছরের প্রথম দিনে রাজ্যজুড়ে পিকনিক স্পটে জমাটি ভিড়

কোচবিহার থেকে কাকদ্বীপ উৎসবে মাতোয়ারা বাঙালি

Follow Us :

কলকাতা: নতুন বছরকে (New Year) স্বাগত জানিয়ে প্রথম দিনই হুল্লোড়ে মাতলেন বঙ্গবাসী। কোচবিহার থেকে কাকদ্বীপ, নবদ্বীপ থেকে পুরুলিয়া সারা বাংলাতেই সোমবার দেখা গিয়েছে উৎসবের মেজাজ (Festive Mood)। কলকাতায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ দর্শনীয় স্থানে ভিড় উপচে পড়ে। নিউটাউনের ইকো পার্ক, মাদার ওয়্যাক্স মিউজিয়ম সহ বিভিন্ন জায়গায় প্রচুর উন্মাদনা ছিল। শান্তিনিকেতন, সুন্দরবন, হাজারদুয়ারি, অযোধ্যা পাহাড়, দিঘা, মন্দারমণি সহ জেলারে বিভিন্ন প্রান্ত পর্যটকপূর্ণ ছিল।বর্ধমান থেকে নিক্কো পার্কে বেড়াতে এসেছিলেন বর্ধমানের শ্রীময়ী ও তাঁর পরিবার। শ্রীময়ীর কথায়, নিক্কোপার্কে রাইডে সবচেয়ে ভালো সময় কাটল। নতুন বছরকে উদযাপন করলাম। প্রতিবারই আমরা এদিন বাইরে কাটাই। মজা করা, খাওয়া দাওয়া হুল্লোড়ে কেটে যায়।

হুগলির অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড় মান্দারনে উৎসবের মেজাজে। খাওয়া দাওয়া, হৈ হুল্লোড়, আনন্দ। বহু দূর থেকে বহু মানুষ এসেছেন এই গড় মান্দারন পর্যটন কেন্দ্রে। তবে এবারে আর ডিজে বক্স ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই অনেকেই খুশি। তার সাথে সাথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। গতকাল থেকেই সেজে উঠেছে দিঘা। বছরের প্রথম দিনেই পর্যটকের ঢল নেমেছে সৈকত সুন্দরী দীঘায়। জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায়। প্রচুর পর্যটক আসার জন্য দিঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়। ওল্ড দিঘা, নিউ দিঘা সহ সমস্ত সমুদ্র ঘাটগুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সায়েন্সসিটি, অ্যাকুয়ারিয়ামগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। পিকনিক স্পটগুলোতে রান্নার আয়োজনের সঙ্গে দেদার সেল্ফি আনন্দ, হুল্লোড় সহ মেতে উঠেছে পর্যটকরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী জেলায় যেতে পারেন, প্রস্তুত থাকুন, মুখ্যসচিব বললেন জেলাশাসকদের

প্রচারের আড়ালে থাকা ঝালদার নোরাহারা জলাধারে বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড় | একই চিত্র জেলার অন্যতম পর্যটন স্থল অযোধ্যা পাহাড়েও। যেখানে রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহার থেকেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো | ইংরেজি বছরে প্রথম দিনে হুগলির দিয়াড়ার বিনোদন পার্কে এমনই ছবি ছি্ল৷ অরণ্যের নির্জন পরিবেশে নতুন বছরের প্রথমদিনটি কাটানোর ইচ্ছা নিয়ে বাইরে থেকে অনেকেই এসেছিলেন আউশগ্রামের ভাল্কি মাচানের জঙ্গলে। তবে হাজার প্রচার করেও শব্দদানবের তাণ্ডব বন্ধ করা যায়নি। এখানে একটি রিসর্ট রয়েছে। জেলাপরিষদ পরিচালিত অরণ্যসুন্দরী নামে রিসর্ট আগে থেকেই বুকিং হয়ে যায়। সোমবার দেখা যায় বেশ কিছু দল পিকনিক করতে এসেছে।

নববর্ষের দিন পর্যটকদের ঢল নামলো বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়াতে। সম্প্রতি বক্সার জঙ্গলে বনদফতরের পাতা ট্র‍্যাপ ক‍্যামেরায় রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। আর এতেই উৎসুক পর্যটকরা ভিড় জমাচ্ছে বক্সায় । এ বিষয়ে বক্সা এলাকার পর্যটন ব্যবসায়ী কেশব শর্মা জানান সম্প্রতি আমাদের বক্সার জঙ্গলে দুটি বাঘের ছবি ধরা পড়েছে, এরপর থেকে প্রচুর পর্যটক বক্সায় এসেছেন। প্রতিবছরের মতা এবছরও বারুইপুর পূর্ব টগোরবেরিয়া বিশালক্ষী মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিবছর দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বিশালক্ষী মন্দিরে।

আরও খবর দেখুন 

 

RELATED ARTICLES

Most Popular