Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবজবজে পুকুর ভরাট রুখতে রাতে অভিযান প্রশাসনের
Filling the Pond

বজবজে পুকুর ভরাট রুখতে রাতে অভিযান প্রশাসনের

হাতেনাতে ধরে বন্ধ করা হয় পুকুর ভরাটের কাজ

Follow Us :

বারুইপুর: সরকারের নজরদারি ও নিষেধ সত্বেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট (Filling Pond) করেই যাচ্ছে। শেষে রাতে অভিযানে নামলো প্রশাসন। ঘটনাস্থল বজবজ (Budge Budge) ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল। স্কুলের পাশে রয়েছে ৬ কাঠা পুকুর (Pond)। সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা চলছিল। প্রশাসনের বারণ করা সত্ত্বেও শুক্রবার রাতে আবার পুকুর ভরাট শুরু হয়। শেষমেষ আজ রাতে বজবজ ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ এবং বিএলআরও অফিসাররা এলাকায় হানা দেয়।

লোকজনকে দেখতে পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মালিককে হাতেনাতে ধরে বন্ধ করা হয় পুকুর ভরাটের কাজ। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, এই পুকুরটি আগে সাধারণ মানুষ ব্যবহার করতেন। পুকুরের মালিক স্বপন মালি প্রোমোটারদের সঙ্গে কথা বলে পুকুররটি ভরাট শুরু করে। বারণ করা সত্ত্বেও আজ রাতে আবারো মাটি ফেলার কাজ শুরু করতে যাচ্ছিল। শেষমেষ খবর পেয়ে প্রশাসনের লোকজন হাতেনাতে মালিককে ধরে। এবং কাজ বন্ধ করে দেওয়া হয় । মালিককে সোমবার দেখা করতে বলা হয়েছে। যদি তাঁর কাছে উপযুক্ত অনুমতির কাগজ না থাকে তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এমনটাই জানালেন বজ বজ দুয়ের সভাপতি।

আরও পড়ুন: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্যের অফিসে তালা মারার নির্দেশ

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular