নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অন্যান্যবারের মতো এ বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে চীনা (China) সীমান্ত লাগোয়া হিমাচল প্রদেশের লেপচা (Lepcha) পৌঁছেছেন। রবিবার সকালে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাওয়া প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছেছি।
আগের দিন, প্রধানমন্ত্রী মোদী তাঁর দীপাবলি বার্তায় দেশের মানুষের জন্য “দারুণ স্বাস্থ্য” কামনা করেছিলেন। তিনি বলেন, “সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা! এই বিশেষ উৎসব সবার জীবনে আনন্দ, সমৃদ্ধি এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক,” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের সীমানা রক্ষাকারী সৈন্যদের সঙ্গে দীপাবলি উদযাপনের একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য রয়েছে।
আরও পড়ুন: বাকিবুর ৯ কোটি টাকা দিয়েছিল জ্যোতিপ্রিয় ও তাঁর মেয়েকে
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোর উৎসব কাটাতে, তাদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করেছেন।
আরও খবর দেখুন