Placeholder canvas

Placeholder canvas
HomeScrollন্যাজাটে আটক কংগ্রেস নেতারা, লুকিয়ে সন্দেশখালিতে ঢুকলেন বাম বুদ্ধিজীবীরা
Sandeshkhali Chaos

ন্যাজাটে আটক কংগ্রেস নেতারা, লুকিয়ে সন্দেশখালিতে ঢুকলেন বাম বুদ্ধিজীবীরা

ভাঙড়ের আইএসএফ বিধায়কে মুক্তি দিল লালবাজার

Follow Us :

কলকাতা: মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার পথে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) গ্রেফতার করে পুলিশ (Naushad Siddiqui Arrested)।  দিনই অবশ্য পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) গেলেন বামপন্থী বুদ্ধিজীবীদের একাংশ। দলে ছিলেন বাদশা মৈত্র (Badshah Moitra), সৌরভ পালোধি (Saurav Palodhi), দেবদূত ঘোষ (Debdut Ghosh), বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁরা সন্দেশখালির বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি, এদিন কংগ্রেসের প্রতিনিধিদলও সন্দেশখালি যেতে গিয়ে বাধা পায়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় (Soumya Aich Roy)-সহ দলের নেতাদের আটকে দেওয়া হয় ন্যাজাট থানার কাছে। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি রয়েছে। এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গেলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। কংগ্রেস নেতারা থানার সামনেই বসে পড়েন। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১০)

 ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৬২ কিলোমিটার দূরে তাঁকে ১৪৪ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির পর প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদকে। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ISF বিধায়ক। তিনি বলেন, মনে হচ্ছে ওদের মাইনেও তৃণমূলের থেকে হয়। চাটুকারিতা করছে পুলিশ। পরে ভাঙড়ের আইএসএফ বিধায়কে মুক্তি দেয় লালবাজার।

আরও পড়ুন: শিলদা কাণ্ডে ২৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

এদিন আর নতুন করে কোনও অশান্তি হয়নি সন্দেশখালিতে। সোমবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাংচুরের অভিযোগে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের এদিন বসিরহাট আদালতে তোলা হয়। সোমবার বসিরহাটের পুলিশ সুপার গ্রামের মহিলাদের হুমকি দিয়ে বলেন, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। তাহলে আপনাদের গ্রেফতার করা হবে। সেইমতোই ওই ১১ জনকে গ্রেফতার করা হয়। 

বাম বুদ্ধিজীবীদের তরফে বাদশা মৈত্র কলকাতায় ফিরে বলেন, আমরা বেশ কয়েকটি গ্রামে মহিলাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা নারকীয় অত্যাচারের বিবরণ দেন। আমরা তাঁদের পাশে থাকার এবং আইনি সহায়তার আশ্বাস দিয়েছি। দরকার হলে আবার আমরা সন্দেশখালিতে যাব। বৃহস্পতিবার বামফ্রন্ট নেতারা সন্দেশখালিতে যাবেন। ২ মার্চ ডিওয়াইএফ সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Beyond Politics | মোদি মিথ্যে....
08:09
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | সন্দেশখালি প্লান A ব্যর্থ, এবার হিংসার চক্রান্ত : মমতা
36:20
Video thumbnail
Dooars | বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ভগবান
02:29
Video thumbnail
Loksabha Election 2024 | পঞ্চম দফার ভোট মিটতেই ফের বিস্ফোরণ, বন্ধ ঘরে বিস্ফোরণে শোরগোল
02:54
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | সন্দেশখালির জন্য দুঃখিত : মমতা বন্দ্যোপাধ্যায়
05:19
Video thumbnail
Migraine | ঠান্ডা-গরমে বাড়ছে মাইগ্রেনের কষ্ট!
00:58
Video thumbnail
Mamata Banerjee | শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, এই ঘটনায় রাজনীতির সম্পর্ক নেই: মমতা
03:59
Video thumbnail
নারদ নারদ (21.05.24) | কয়লা মামলায় সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ কোর্ট
18:35
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | 'সন্দেশখালির ঘটনায় দুঃখিত' : মমতা
16:26
Video thumbnail
সেরা ১০ | শোকজের পরে অভিজিতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল কমিশন
17:31