কলকাতা: বেহালায় নিজের বাড়ি থেকেই ফোন চুরি হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। এ বিষয়ে ঠাকুরপুকুর থানার অফিসার-ইন-চার্জের উদ্দেশে শনিবার একটি চিঠি লিখেছেন সৌরভ। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। ফোন হারিয়ে যাওয়ায় তিনি উদ্বিগ্ন। কারণ সেই ফোনে ব্যক্তিগত তথ্যই শুধু নয়, বেশ কিছু অ্যাকাউন্টের ‘অ্যাক্সেস’ রয়েছে। সৌরভের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেই ফোনের নম্বর ‘লিঙ্কড’ রয়েছে বলে জানা গিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নম্বর ‘সেভ’ করা রয়েছে তাতে। পুলিশের কাছে ফোনটিকে খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন সৌরভ।
আরও পড়ুন: কেমন আছেন মিঠুন চক্রবর্তী? দেখে গেলেন ডাঃ দেবী শেঠি
জানা গিয়েছে, শনিবার বাড়ি ফিরে একটি জায়গায় নিজের ফোনটি রেখেছিলেন। তার পর থেকেই সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌরভের বাড়িতে এই মুহূর্তে রঙের কাজ চলায় মিস্ত্রিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
দেখুন অন্য খবর: