কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) দু’নম্বর ওয়ার্ডে লক্ষীনারায়ণ রোডে চলছিল পুকুর ভরাট (Fill the Pond) করে নির্মাণের কাজ। অভিযোগের প্রেক্ষিতে সেই পুকুর ভরাট রুখল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও পুরসভা। শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন সকালে পুরসভার পক্ষ থেকে জেসিবি নিয়ে পুকুরের মধ্যে পড়া মাটি দেওয়া হয়।
অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বিউটি হালদার ও তাঁর স্বামী বিপ্লব হালদারের মদতে প্রোমোটার সুজন ঘোষের তত্ত্বাবধানে রাতের অন্ধকারে প্রায় ৮কাটা পুকুর ভরাট করে বহুতল নির্মাণের কাজ চলছিল। আরও অভিযোগ, প্রায় ৪০ লক্ষ টাকার বিনিময়ে কাউন্সিলরের স্বামী প্রত্যক্ষভাবে পুকুর ভরাটে মদত দিয়েছিল। স্থানীয়দের পক্ষ থেকে পুরসভায় অভিযোগ জানানোর পর রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে পুরসভার পক্ষ থেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং পুকুরে পড়া মাটি দেওয়ার কাজ শুরু হয়। যদিও স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, কাউন্সিলর কোনও পয়সা নিতে পারেন না। তাঁরা মন্ত্রীকে জানানোর পর পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পুকুর ভরাট রুখে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাওড়ার গৃহবধূ বিহারের মুখ্যমন্ত্রী পদের দাবিদার, জল্পনা তুঙ্গে
আরও খবর দেখুন