Placeholder canvas

Placeholder canvas
HomeScrollফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা শাহজাহানের

ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা শাহজাহানের

তৃণমূল সরকারি ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি

Follow Us :

কলকাতা:  তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে  ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2024) শুভেচ্ছা জানালেন সন্দেশখালির ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যে সেই পোস্টের ২৩ হাজার ফলো হয়ে গিয়েছে। সন্দেশখালিতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ২১ দিন পরও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে বুধবার সকালে শাহজাহানের (Seikh Sahajahan) বাড়িতে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসাররা। যদিও তল্লাশি অভিযানের পর কার্যত খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ২৯ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস দিয়েছে শেখ শাহজাহানকে ইডি। বুধবার শাহজাহানের বাড়িতে সেই নোটিস লটকে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: সাধারণতন্ত্রের একমঞ্চে রাজ্যপাল-মমতা, যেতে পারেন চা চক্রে

দু-দুবার শাহজাহানের ডেরায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু খোঁজ মেলেনি তৃণমূল নেতার। বিরোধীদের অভিযোগ, রাজ্য পুলিশের আশ্রয়ে্ই রয়েছেন তিনি। তারই মধ্যে বৃহস্পতিবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) বলেন, চিকিতসার জন্য শাহজাহান রাজ্যের বাইরে গিয়েছেন। তবে তিনি কোথায় আছেন, জানা নেই। পুলিশ খুঁজছে। এই বিতর্কে আবহে শুক্রবার  সাধারণতন্ত্র দিবসে তৃণমূলের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন শাহজাহান। তৃঁণমূল নেতার ফেসবুক পেজে ডিপিও বদল করা হয়েছে। তাঁর হোয়াসঅ্যাপ গ্রুপে একাধিক পোস্ট করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কারা চালাচ্ছে শাহজাহানের এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। তৃণমূল সরকারি ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। 

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular