মেলবোর্ন: এবারের অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024) যেন অঘটনের। কোয়ার্টার ফাইনালে ছিটকে গিয়েছিলেন বিশ্বের দুই নম্বর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। শুক্রবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল এক নম্বর নোভাক জকোভিচকে (Novak Djokovic)। তাঁকে ৬-১, ৬-২, ৬-৭ (৬-৮), ৬-৩ ফলে হারিয়ে দিলেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই ইয়ানিক সিনার (Jannik Sinner)। এর অর্থ, মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোনও নতুন চ্যাম্পিয়নকে পেতে চলেছে।
আরও পড়ুন: আবারও বর্ষসেরা বিরাট কোহলি!
রজার ফেডেরার (Roger Federer) অবসর নিয়ে ফেলেছেন। চোটের কারণে ক্রমাগত গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণ করতে পারছেন না রাফায়েল নাদাল (Rafael Nadal)। এই অবস্থায় চারটে গ্র্যান্ড স্ল্যামেই ফাইনালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে জকোভিচ বনাম আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে সেই ট্রেন্ড ভাঙল।
Scintillating Sinner 🇮🇹🔥
He achieves the impossible defeating 10x #AusOpen champion Djokovic 6-1 6-2 6-7(6) 6-3.@janniksin • #AO2024 • @wwos • @espn • @eurosport • @wowowtennis@Kia_Worldwide • #Kia • #MakeYourMove pic.twitter.com/X6qFAtegq7
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024
আলকারাজের ম্যাচটায় যা হয়েছিল, যেন তার পুনরাবৃত্তি ঘটল জকোভিচের ম্যাচে। প্রথম দুই সেটে জোকারকে দাঁড়াতেই দেননি সিনার। তৃতীয় সেটে প্রত্যাবর্তন করেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু তার জন্যও ব্যাপক কাঠখড় পোড়াতে হয়। টাইব্রেকারে তৃতীয় সেট জেতার পর বেশিরভাগ মানুষ আশা করেছিলেন এবার আসল রূপ ধারণ করবেন তিনি। কিন্তু তা হতে দেননি সিনার। চতুর্থ সেট ৬-৪ জিতে ফাইনালে পা রাখলেন ইতালীয় টেনিস খেলোয়াড়। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভ অথবা আলেকজান্ডার জেরেভ।
দেখুন অন্য খবর: