মুম্বই: আইসিসি-র সম্মানে সম্মানিত বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি। বৃহস্পতিবার আইসিসি-র তরফ থেকে একথা জানানো হয়েছে। চতুর্থবারের জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ব্যাটিং করেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে আসে ৭৬৫ রান। ২০০৩ সালের শচীন তেন্ডুলকরের রেকর্ডকেও ছাপিয়ে যান বিরাট। এরমধ্যে রয়েছে তিনটি শতরান। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ৫০টি শতরানের মালিক হন তিনি।
গত বছরে এক দিনের ক্রিকেটে ২৪ ইনিংসে মোট ১৩৭৭ রান করেছেন কোহলি। গড় ৭২.৪৭। ছ’টি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে। সেই চেষ্টারই সম্মান জানানো হল আইসিসি-র তরফে। সব মিলিয়ে সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স।
অন্যান্য খবর দেখতে ক্লিক করুন: