Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসন্দেশখালি নিয়ে মামলার শুনানি ৩ মাস মুলতুবি সুপ্রিম কোর্টে
Sandeshkhali Incidenrt

সন্দেশখালি নিয়ে মামলার শুনানি ৩ মাস মুলতুবি সুপ্রিম কোর্টে

সিবিআই তদন্ত চলবে, জানিয়ে দিল শীর্য আদালত

Follow Us :

নয়াদিল্লি: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে সিবিআই (CBI) তদন্তের বিরোধিতা সংক্রান্ত মামলার শুনানি মুলতুবি রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি শীর্য আদালত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে এখনই হস্তক্ষেপ করছে না। তারা জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। তার আগে পর্যন্ত সিবিআই তদন্ত যেমন চলছিল, তেমনি চলবে। 

সোমবার রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Advocate Abhishek Singhvi) আদালতে জানিয়েছেন, এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি ২-৩ সপ্তাহের জন্য মুলতুবি রাখার আর্জি জানান তিনি। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই মামলায় জমি কেড়ে নেওয়া, মহিলাদের উপর নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখার সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।  

সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য।  সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আরও তথ্য পেশ করার জন্য  রাজ্যের তরফে অতিরিক্ত সময় চাওয়া হয়।  সুপ্রিম কোর্ট ৩ মাস পিছিয়ে দিয়েছে শুনানি। পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। 

আরও পড়ুন:অভিষেকের বিরুদ্ধে আদালত অনমাননার আর্জি, গ্রহণ করলেন না প্রধান বিচারপতি

প্রসঙ্গত, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে জমি দখল, ভেড়ি দখল,  নারী নির্যাতন সহ ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। বর্তমানে জেল বন্দি সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান।  সন্দেশখালি নিয়ে বেশ কিছু মামলাও চলছে হাই কোর্টে।  সম্প্রতি সেই মামলার শুনানিতেই সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। গত শুক্রবারই শাহজাহান ঘনিষ্ঠের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বাড়ি থেকে উদ্ধার হয় বিদেশি অস্ত্র।  হানা দেয় এনএসজির কমান্ডোরাও। উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, পুলিশের পিস্তল, কার্তুজ, দেশি বোমা, বেশ কিছু নথি। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular