ময়না: চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে ময়নার তৃণমূল নেতার ভাই। এই অভিযোগে তাঁকে ধরে রাখল গ্রামবাসীরা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়না এলাকায়।
অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানা। এই অভিযোগে তাঁকে ধরে বেঁধে রাখেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা নেন অমিত। এদিন সকালে আরও ৫ হাজার টাকা নিতে আসলে তাঁকে ধরে রাখে গ্রামবাসীরা। এখনও পর্যন্ত তাঁকে আটকে রেখেছে গ্রামবাসীরা। খুব শীঘ্রই তাকে পুলিশের হাতে তুকে দেওয়া হবে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: সৌমিত্রর মিছিল লক্ষ্য করে কালো পতাকা-গো ব্যাক স্লোগান তৃণমূলের বিরুদ্ধে