নয়াদিল্লি: দুই-এর বেশি সন্তান থাকায় পুলিশে চাকরির আবেদন খারিজ। রাজস্থান সরকারের (Govt of Rajasthan) এহেন সিদ্ধান্তে সুপ্রিম সিলমোহর। ২০০২ সালের এক জুন বা তার পরবর্তী সময়ে কোন ব্যক্তির দুই-এর বেশি সন্তান থাকলে সেই ব্যক্তিকে পুলিশের চাকরি দেওয়া যাবে না। ১৯৮৯ সালের রাজস্থান পুলিশ সাবর্ডিনেট সার্ভিস রুল অনুযায়ী তৈরি এই বিধান আদৌ বৈষম্যমূলক নয়, এবং তা সংবিধান বিরোধী নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court )। পরিবার পরিকল্পনা প্রকল্প সূত্রেই এমন নিয়ম তৈরি হয়েছে। অভিমত বিচারপতি সূর্য কান্ত, দীপঙ্কর দত্ত ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১২)
সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আবেদনকারী পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেন। আবেদন খারিজ হতে মামলা রাজস্থান হাইকোর্টে। সরকারের নীতিগত ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় হাইকোর্ট।
অন্য খবর দেখুন