Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

মোবাইল গেম খেলতে না পারায় অভিমানে ছাত্র আত্মঘাতী?

Follow Us :

বসিরহাট: মোবাইল গেম খেলায় বকাবকি করায় অভিমানে আত্মঘাতী ছাত্র (Student)। প্রাথমিক তদন্তের পর পুলিশের (Police) এমনটাই অনুমান।উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার ঘটনা। বছর ১২-এর প্রসেনজিৎ মণ্ডল হিঙ্গলগঞ্জ হাইস্কুলের ছাত্র। তার মা মনিকা মন্ডল রবিবার দুপুরে পাশের এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেসময় বাড়িতে কেউ ছিল না। সেসময় ঘর তালা বন্ধ করে আত্মঘাতী হয় সে।

বিকালে তার মা মনিকা মন্ডল বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনও সাড়া পায়নি। দরজা ভেঙে দেখে প্রসেনজিতের ঝুলন্ত দেহ। তাকে দ্রুত উদ্ধার করে হিঙ্গলগঞ্জ ৯ নম্বর শানডেল বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মার কাছে মোবাইল ফোন চেয়েছিল প্রসেনজিৎ। মা দিতে রাজি হয়নি। সেই অভিমানে মা বাড়ি থেকে চলে গেলে সেই সুযোগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। মৃতদেহ উদ্ধার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: ডিএ-র দাবিতে নবান্নের সামনে ধরনায় বসবে যৌথ সংগ্রামী মঞ্চ

সোমবার মৃত ছাত্রের দেহের ময়না তদন্ত হবে। ওই ছাত্র মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল, সব সময় গেমে ব্যস্ত থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। মৃত ছাত্রের পরিবার এই বিষয়ে কোনও কিছু জানাতে চায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কি না তাও তদন্ত করে দেখছি হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular