কলকাতা: এখনই স্বস্তির কোনও খবর নেই। রোদের ঝাঁঝ একইরকম থাকবে। তীব্র দাবদাহে (Heatwave) ভুগতে হবে। দক্ষিণবঙ্গে (South Bengal) সপ্তাহের শেষ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। আজ, বৃহস্পতিবার ও কাল শুক্রবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই পাঁচ জেলাতে। চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা।
উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া তিন জেলায়। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। কাল থেকে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে।
আরও পড়ুন: ভিভিপ্যাট নিয়ে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
আরও খবর দেখুন