কলকাতা: চিংড়িঘাটায় (Chingrighata) খুনে অভিযুক্ত বিট্টু সর্দারের (Bittu Sardar) ফাঁসির দাবি জানাচ্ছেন মৃতের আত্মীয় পরিজনেরা। মৃতের এক আত্মীয় (Relative) বলেন, আমরা সরকারের কাছে দাবি করছি, ওর ফাঁসি হোক। আমার ভাইপোকে মেরেছে। ওর ফাঁসি চাই। স্থানীয় যুবক রাজীব সেখ বলেন, ঠাকুর বিসর্জনের জন্য রাত ১২টা নাগাদ প্রোগ্রাম চলছিল। তখন কিছু ছেলে বাজনা বাজাচ্ছিল। বিট্টু সেসময় মারধর করে। সাহেব আলন সেসময় তা আটকাতে গিয়েছিল। তখনই তার উপর আক্রমণ হয়। এরকম কর্মকাণ্ডের সঙ্গে সে আগেও যুক্ত। বিট্টু বারবার খারাপ কাজ করে আর পুলিশ ওকে ছেড়ে দেয়। ও আরও অনেককে মারধর করেছে। জেল থেকে ছাড়া পেলে আবার এরকম কাজ করবে। মৃতের ঠাকুমা নজিমন বিবি বলেন, আমরা অপরাধীর ফাঁসি চাই।
এদিকে এদিন পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসী। দ্রুত গ্রেফতারির (Arrest) দাবি জানাতে থাকেন তাঁরা। পুলিশ আশ্বাস দেয় দ্রুত গ্রেফতার করা হবে। তুমুল উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, এর আগেও এলাকায় লোককে মারধরের অভিযোগ রয়েছে বিট্টুর বিরুদ্ধে। তোলাবাজি করত। টাকা না দিলেই মারধর করত।
আরও খবর পড়ুন: সাতসকালে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
অভিযোগ, শনিবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনি এলাকায়। সেখানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। জোরে গান চালানোর প্রতিবাদ করা হয়। তার জেরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবকেরা। কাঁচি নিয়ে সাহেবের দিকে তেড়ে যায় বিট্টু।
আরও খবর দেখুন