Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকুলতলিতে ফের দেখা মিলল দক্ষিণরায়ের, মাটিতে পায়ের ছাপ, শোনা যাচ্ছে র্জন

কুলতলিতে ফের দেখা মিলল দক্ষিণরায়ের, মাটিতে পায়ের ছাপ, শোনা যাচ্ছে র্জন

সতর্ক করতে মাইকিং বনদফতরের, আতঙ্কে গ্রামবাসীরা

Follow Us :

কুলতলি: আবার বাঘের (Royal Bengal Tiger) আতঙ্ক। পেটকুলচাঁদের গ্রামবাসীরা অনেকেই লোকালয়ে বাঘ দেখতে পেয়েছেন। কুলতলি (Kultali) বনদফতরের অফিস সংলগ্ন জঙ্গল, দেউলবাড়ি দেবীপুর ও গুড়গুড়িয়া ভুবেনেশ্বরী দুই টি অঞ্চলের মধ্যবর্তী পেটকুলচাঁদ বীজ সংলগ্ন পেটকুলচাঁদ নদী এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রতিদিন মাছ কাঁকড়া ধরতে, গৃহপালিত পশুদের নিয়ে পেটকুলচাঁদ নদী সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া আসা করেন। ওই জঙ্গল সংলগ্ন এলাকাতেও বাঘ দেখা গিয়েছে। বৃহস্পতিবার বিকেল লোকালয়ে বাঘ দেখেন কয়েক জন বাসিন্দা। তাতেই আতঙ্কিত কুলতলি দেউলবাড়ী দেবীপুর ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের পেটকুলচাঁদ এলাকায় বসবাসকারীরা। তারা তড়িঘড়ি খবর দেয় বনদফতরে ও মৈপিঠ কোস্টাল থানায়। এলাকায় আসেন বনকর্মীরা ও মৈপিঠ কোস্টাল থানার পুলিশ।

আরও পড়ুন: লোকসভার আগে দেশে সি এ এ কার্যকর হবেই” দাবি শান্তনু ঠাকুরের

কয়েকজন বাইরে বেরিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান বলে জানান। ঘন ঘন বাঘের ডাক শুনতে পায় গ্রামবাসীরা। বাঘের ডাক শুনে তড়িঘড়ি খবর দেয়, খবর পৌঁছায় মৈপিঠ কোস্টাল থানায়।স্থানীয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা এলাকা ঘিরে ফেলেছেন। এলাকায় এসে মাইকিং প্রচার করে বনকর্মী ও পুলিশ। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কুলতলি বনদফতরের প্রধান ও নলগোঁড়া বিটের সনত দে ও রায়দিঘির রেঞ্জার সুবায়ু সাহা এলাকা পরিদর্শনে যান। এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। লোলালয়ে বাঘ যাতে না ঢুকে পড়ে তার জন্য এলাকাবাসী আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছে। আতঙ্কিত হয়েছিল কুলতলী মৈপিঠ কোস্টাল থানার পয়লা ঘেরী সুধীর দাসের ঘাট এলাকায়।

মৈপিঠ কোস্টাল থানার ভুবেনেশ্বরী গৌড়ের চক এলাকার বাঘের আতঙ্ক কাটলেও। এখন ভুবনেশ্বরী পয়লার ঘেরি সুধীর দাশের ঘাট এলাকায় বাঘের আতঙ্ক কাটেনি। বাঘের আতঙ্ক কাটছে না কুলতলির বাসিন্দাদের।

আরও অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular