Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsবালু ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

বালু ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

Follow Us :

বনগাঁ: রেশন দুর্নীতি কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি। শুক্রবার উত্তর ২৪ পরগনার দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি আধিকারিকরা। এদিন ইডির একটি দল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি ও শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকদের হানা দেন। আর একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে পৌঁছেছে। দু’জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মদক্ষ সন্দেশখালীর ব্লক সভাপতি শেখ শাহাজান। তাঁর বাড়িতেই এদিন সকালে ইডির একটি দল পৌঁছেছে। এদিকে শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার পরপর দুবার চেয়ারম্যান ছিলেন। স্ত্রী জোৎস্না আঢ্য একবার চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান এবং মেয়ে কাউন্সিলর। এদিন সকালে দুই নেতার বাড়িতে কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হানা দেন ইডি। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে জওয়ানদের। এখনও পর্যন্ত পাওয়া খবরে, দুই নেতার বাড়িতে সকাল থেকে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় এই দুই নেতার বাড়িতে তল্লাশি।

আরও পড়ুন: শনিবার ও রবিবার শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন

এদিন ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন না জানিয়ে ইডির হানা, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। ইডি আধিকারিকদের উপর চড়াও হয় তাঁরা। অভিযোগ, ইডি আধিকারিকদের মারধরও করা হয়। এমনকী ধাওয়া করে তদন্তকারীদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিকের মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular