Tuesday, July 8, 2025
HomeScrollরাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের
By-Election

রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের

বরাহনগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, ভগবানগোলাতে প্রার্থীর নাম ঘোষণা

Follow Us :

কলকাতা: রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের (By-Election) প্রার্থী ঘোষণা তৃণমূলের। বরানগর (Baranagar By-Election) কেন্দ্র থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। পাশাপাশি ভগবানগোলা (Bhagabangola By-Election) থেকে রেয়াত হোসেন সরকারকে (Reyat HossainSarkar) প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। যদিও এই দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী আগেই ঘোষণা করেছে বিজেপি।

শোনা যাচ্ছিল লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে বাঁকুড়া থেকে হয়ত টিকিট পাবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থীর নাম ঘোষণার পর দেখা গিয়েছিল তাতে নাম নেই অভিনেত্রীর। তার পরই নাকি ‘অভিমানী’ সায়ন্তিকা। মনে করা হচ্ছে মানভঞ্জন করতেই এবার বরাহনগর কেন্দ্রের উপনির্বাচনের চিকিচ দেওয়া হল সায়ন্তিকাকে। বিধায়ক পদ থেকে তাপস রায়ের ইস্তফার কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপি ইতিমধ্যেই বরাহনগর কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করেছে।সপ্তম দফায় ভোটের দিন উপনির্বাচন হবে বরানগরে। পাশাপাশি ইদ্রিস আলির মৃত্যুর কারণে বিধায়ক শূন্য ভগবানগোলাতে রেয়াত হোসেন সরকারকে উপনির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল। ২ দফায় রাজ্যের ২টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39