Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিজেপির ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন দেবাংশু
Debanshu Bhattacharya

বিজেপির ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন দেবাংশু

লোকসভা নির্বাচনের আগে ফের চর্চায় নন্দীগ্রাম

Follow Us :

নন্দীগ্রাম: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে ফের চর্চায় নন্দীগ্রাম (Nandigram)। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রামপঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে (Trinamool Party Office) রবিবার সকালে বিজেপি তালা মেরে দেয় বলে অভিযোগ। এদিন বিকেলে সেই তালা ভাঙলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (TMC Candidate Debanshu Bhattacharya)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেদিনীপুর জেলাকে গাদ্দারের জেলা বলার রবিবার সকালে বিজেপির পক্ষ থেকে বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।বিজেপি নেতা প্রলয় পাল বলেন, মুখ্যমন্ত্রী যতদিন না গদ্দারের জেলা বলার জন্য ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা লাগানো থাকবে। সেই তালা লাগানোর প্রতিবাদে বিকালে নন্দীগ্রামে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য। হাতুড়ি দিয়ে তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢোকেন।

আরও পড়ুন: মহিলাদের গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ সিপিএমের

দেবাংশু বলেন, আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক।শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এই কাজ করছে বিজেপি। যে কোনও রাজনৈতিক দল কিছু বলতেই পারে, তার মানে এই না যে তালা লাগিয়ে দেওয়া হবে। পুলিশে অভিযোগ দায়ের করবে বলে যান। ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হয় সেই আবেদন করবেন বলে যানান। তিনি আরও বলেন,নন্দীগ্রামে এবার একটা কুইক রেসপন্স টিম বানানো হবে। ভোটের দু’মাস নন্দীগ্রামের কোথাও আমাদের লোকের উপর হামলা হলে, ১৫ মিনিটের মধ্যে টিম পৌঁছে যাবে।

অন্য খবর দেখুন

YouTube player
RELATED ARTICLES

Most Popular