বারুইপুর: রাজ্যে ভোট পর্ব চলাকালীন এক তৃণমূল (TMC) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। গোসাবা (Gosaba) বিধানসভার লাহিড়িপুর অঞ্চলের ঘটনা। মৃতের নাম তাপস বৈদ্য। বয়স ৩৮। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের দাবি, তাঁকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় মৃতের স্ত্রী ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে কোস্টাল থানার পুলিশ।
স্থানীয় বিজেপির নেতার দাবি, লাহিড়িপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মণ্ডল এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা পুলিশের কাছে আবেদন রাখছি, এই বিষয়টি খতিয়ে দেখা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করলেই বোঝা যাবে এর পিছনে কারা জড়িত।
আরও পড়ুন: শনি, রবি তাপপ্রবাহ, সোমে বৃষ্টির সম্ভাবনা
আরও খবর দেখুন