
হাওড়া: সাতসকালে যাত্রী দুর্ভোগ। দূরপাল্লা থেকে লোকাল, লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। হাওড়া স্টেশনের (Howrah Station) কাছাকাছি সিগন্যাল পয়েন্ট ভেঙে যাওয়ায় বিপত্তি। যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ ট্রেন চলাচল (Train Service Interrupted)। প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল। আটকে পড়ে দূরপাল্লার ট্রেনও। যার জেরে অফিস টাইমে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। দ্রুত লাইন সারিয়ে তোলার কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হতেও শুরু করে রেল পরিষেবা।
আরও পড়ুন: তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়লেন মিমি, নুসরত!
রেল সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগনাল পয়েন্ট ভেঙে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়ররা। সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক সমস্যা কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে। প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিষেবা। নিত্যযাত্রীরা জানাচ্ছেন, সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ভোগান্তি। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সকাল সাড়ে ৬টার ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। এখনও পর্যন্ত ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। শুধু লোকাল নয়, গণদেবতা ও ব্ল্যাক ডায়মন্ডের মতো ট্রেনও আটকে পড়ে স্টেশনে। বুধবার সকালে অফিসমুখী যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়, যাকর জেরে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
অন্য খবর দেখুন