skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollগৃহীত হল না তাপসের ইস্তফাপত্র
Tapas Roy

গৃহীত হল না তাপসের ইস্তফাপত্র

নতুন করে জমা দিতে হবে ইস্তফাপত্র, জানালেন স্পিকার

Follow Us :

কলকাতা: তাপস রায়ের ইস্তফাপত্র গৃহীত হল না। বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee Speaker of West Bengal ) জানান, তাপস রায়ের ইস্তফাপত্রে টেকনিক্যাল ত্রুটি রয়েছে। তাই তা গৃহীত হয়নি। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে নতুন করে ইস্তফাপত্র দিতে হবে তাঁকে। ফলে ঝুলেই রইল বিধায়ক পদ থেকে বরাহনগরের বিধায়কের পদত্যাগ। এরপরই অভিমানী তাপস রায় (Tapas Roy) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ (BJP Join) দিলেন। পদ্ম শিবিরে নতুন করে পথ চলা শুরু করল তাপস রায়। বিজেপিতে যোগ দিয়ে তাপস বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেস দলটা এখন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার মতো জলদস্যুদের হাতে চলে গিয়েছে। এই দল আইন-আদালত কিছুই মানে না। তিনি বলেন, কোনও দিন আমি বিজেপি ছাড়ব না।

আরও পড়ুন: সুকান্ত-শুভেন্দুর হাত ধরে বিজেপিতে তাপস রায়

গত সোমবারই সাংবাদিক বৈঠকে তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এরপর সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন তাপস রায়। বিধানসভায় গিয়ে স্পিকারের সামনে সই করে ইস্তফাপত্র জমা দেন তিনি। এর পর বিধি মেনে বুধবার তাপসকে ডেকে পাঠান স্পিকার। তাপস রায়ের ইস্তফা পত্র নিয়ে সন্তুষ্ট নন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তা সংশোধন করে তিনি নতুন করে ইস্তফাপত্র দেবেন বলে জানিয়েছেন। আগামিকাল বৃহস্পতিবার বেলা ১টায় তাপস রায়কে বিধানসভায় আসতে বলা হয়েছে। তাপস রায়ও বলেন, একটি ফরম্যাট আছে। পদ্ধতিগত কারণে কাল আসতে হবে। স্পিকার বিশিষ্ট আইনজীবী। আমিও নিয়ম মেনে চলা মানুষ, অনৈতিক কিছু করিনি, করবও না।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular