Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসময়টা বসন্তকাল, তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে
Weather Update

সময়টা বসন্তকাল, তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে

ফাল্গুনের শুরুতে দক্ষিণবঙ্গে আচমকা তুমুল ঝড়-বৃষ্টি

Follow Us :

কলকাতা: ক্যালেন্ডার পাতা বলছে ফেব্রুয়ারি শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন সময়টা বসন্তকাল। ভোরের দিকে হালকা মনোরম আবহাওয়া অনুভূত হলেও বেলা গড়ালেই রোদের ছ্যাঁকা লাগছে গায়ে। ফলে বসন্তেই কপালে দেখা দিয়েছে ঘামের রেখা। ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে (Temperature Above 30 Degrees)। তবে হাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টি (Thunderstorm) হতে পারে। সতর্কতা জারি হয়েছে বজ্রপাতেরও। শীতের বিদায়বেলায় শিলাবৃষ্টি বাংলার কিছু এলাকায়! বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির (Rain Wednesday and Thursday) সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায়।

হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যভাগেই ভ্যাপসা গরম দেখা যায় রাজ্যে। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, দক্ষিণবঙ্গে ঠান্ডা কার্যত উধাও। বাংলায় এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বেড়ে চলছে তাপমাত্রা। চলতি মাসে আসানসোলে ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ২১ ফেব্রুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা তিলোত্তমায়। বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই চার জেলায় আজ জারি থাকবে হলুদ সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের আবহাওয়া আজ মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: বিহারে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,কলকাতা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৬)

দুর্গাপুরে মঙ্গলবারই ঝোড়ো হাওয়া ও কয়েক পশলা শিলাবৃষ্টি দেখা যায়। বিকালে হঠাৎ করে শুরু হয় ঝড়ের তাণ্ডব সঙ্গে কয়েক পশলা শিলা বৃষ্টি। প্রায় ১০ মিনিট ধরে চলে ঝড়ের দাপট। এদিকে শিলাবৃষ্টির খবর হয়েছে হুগলির চন্দননগর সহ বেশ কিছু জায়গায়। মঙ্গলের সন্ধ্যেয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছে বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। অকাল বৃষ্টির জেরে চাষের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular