Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপাকিস্তানে নওয়াজ-বিলাওল জোট সরকার, প্রধানমন্ত্রী শেহবাজ
Pakistan Government

পাকিস্তানে নওয়াজ-বিলাওল জোট সরকার, প্রধানমন্ত্রী শেহবাজ

পিপিপি-র সহ-চেয়ারম্যান আসিফ জারদারি রাষ্ট্রপতির পদ পাবেন

Follow Us :

ইসলামাবাদ: দিনকয়েকের দর কষাকষির পর অবশেষে জোটের সরকার গড়তে চলেছে নওয়াজ শরিফের (Nawaz Sharif) পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) এবং বিলাওল ভুট্টো (Bilawal Bhutto Zardari) জারদারির পাকিস্তান পিপলস পার্টি (PPP)। মঙ্গলবার রাতের দিকে পিপিপি চেয়ারম্যান বিলাওল ভুট্টো ঘোষণা করেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ (Shehbaz Sharif) প্রধানমন্ত্রী হতে চলেছেন। পিপিপি-র সহ-চেয়ারম্যান আসিফ জারদারি রাষ্ট্রপতির পদ পাবেন। বিলাওল বলেন, “পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা পেয়ে গিয়েছে এবং আমরা সরকার গড়ার অবস্থায় রয়েছি।”

আরও পড়ুন: ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে অ্যাসিড মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ

এদিকে জেলবন্দি ইমরান খান (Imran Khan) এই জোটের সরকারের তীব্র নিন্দা করে চলেছেন নির্বাচনের ফলাফল প্রকাশ থেকেই। তাঁর দাবি, পাকিস্তানের মানুষ তাঁকে এবং তাঁর দলকেই চাইছে। নির্বাচনে পিপিপি জিতেছিল ৫৩টি আসন। পিএমএল-এন জেতে ৭৫টি আসন। ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসনের মধ্যে সরকার গড়তে কমপক্ষে ১৩৩টি আসন লাগে। দুই দলের মিলিত আসনেও তা হচ্ছিল না। এই পরিস্থিতিতে নওয়াজকে পূর্ণ সমর্থন জানানোর অঙ্গীকার করেছিল মুত্তাহিদা কৌমি মুভমেন্ট-পাকিস্তান। নির্বাচনে তাদের জেতা ১৭টি আসন নওয়াজের লক্ষ্যপূরণ করেছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৬)

জোট সরকারের কড়া সমালোচনা করে পিটিআইয়ের শীর্ষ নেতা লতিফ খোসা জানিয়েছিলেন, ইমরান খানকে ছাড়া কোনও গণতান্ত্রিক সরকার হওয়া সম্ভব নয়। উল্লেখযোগ্য বিষয়, ইমরানের পিটিআই (PTI) সমর্থিত নির্দল প্রার্থীরা ১০১টি আসন জিতেছেন। কিন্তু তা সত্ত্বেও পড়শি দেশের মসনদে পিএমএল-এন এবং পিপিপি।

এর আগে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন নওয়াজ। মনে করা হচ্ছিল, চতুর্থবার শীর্ষপদে দেখা যাবে তাঁকে। কিন্তু কিছুটা অবাক করেই প্রধানমন্ত্রিত্বের জন্য ভাই শেহবাজের নাম মনোনয়ন করেন তিনি। নওয়াজের মেয়ে মরিয়ম শরিফ (Maryam Sharif) পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রিত্বের জন্য মনোনয়ন দিয়েছিলেন। পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি।

RELATED ARTICLES

Most Popular