Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিপর্যয়ে বাংলা কেন কেন্দ্রের বঞ্চনার শিকার, প্রশ্ন মমতার

বিপর্যয়ে বাংলা কেন কেন্দ্রের বঞ্চনার শিকার, প্রশ্ন মমতার

Follow Us :

হড়পা বানে বিধ্বস্ত সিকিমের প্রতি কেন্দ্র দরাজ হলেও বাংলা কেন বঞ্চিত, সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিধ্বস্ত এলাকার প্রতি কেন্দ্রের বৈষম্য দেখে আমি অবাক। সিকিমের মতো বাংলার এসব এলাকাতেও ক্ষতির পরিমাণ অনেক। মৃত্যুও হয়েছে অনেকের। আমরা সিকিমের বিরুদ্ধে নয়। রাজ্য সরকার সিকিমের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই বৈষম্য কেন, জানি না। আমরা ভিক্ষা চাই না।

শুক্রবারই নবান্নে এসে পাহাড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জিটিএ প্রধান অনীত থাপা। মুখ্যসচিবের ফোন থেকেই অনীত কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। মুখ্যমন্ত্রী জানান, জিটিএর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনীতও পাহাড়ের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন।

আরও পড়ুন: উন্নয়ন, বিকাশ এসব বাওয়ালের থেকে বিজেপি আবার হিন্দুত্বেই ফিরছে

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, হড়পা বানের ঘটনার রাত থেকে আমি বাড়ি থেকেই আমার পুরো প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি, যাতে লোকদের দুর্দশা থেকে বাঁচানো যায়। পাহাড়ে জিটিএকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। মন্ত্রী এবং প্রবীণ আইএএস অফিসারদের পাঠানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কাজ করছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা সেনা কর্তৃপক্ষ এবং সিকিম সরকারকে সব ধরনের সাহায্য করেছি এবং করব। সিকিম প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তারপরই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী লেখেন, দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কেন্দ্রের বৈষম্য দেখে আমি হতবাক।

RELATED ARTICLES

Most Popular