Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅক্ষর না কুলদীপ, টেস্ট সিরিজে কাকে খেলানো উচিত?

অক্ষর না কুলদীপ, টেস্ট সিরিজে কাকে খেলানো উচিত?

Follow Us :

কলকাতা: ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ (Test Series)। ভারতের মাটিতে খেলা, প্রতিপক্ষের ২০ উইকেট ফেলতে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান ভরসা অবশ্যই স্পিনাররা। প্রথম এগারোয় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) খেলবেনই, তৃতীয় স্পিনার হিসেবে কে খেলবেন সেটাই দেখার। ভারতের মাটিতে টেস্ট ফর্ম্যাটে অক্ষর প্যাটেলকে (Axar Patel) দেখা গিয়েছে, কিন্তু এবার কুলদীপ যাদবও (Kuldeep Yadav) প্রথম এগারোয় ঢোকার দাবিদার। আসুন দেখে নেওয়া যাক, কোন তিন কারণে কুলদীপকে খেলানো যেতে পারে।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ৫-০ হারানোই ভারতের লক্ষ্য, বলছেন পার্থিব

১) বিসিসিআই (BCCI) সাধারণত ঘূর্ণি পিচ বানায়, সেক্ষেত্রে অক্ষরের খেলার সম্ভাবনা অনেক বেশি। এই ধরনের পিচে তাঁর চমকপ্রদ সাফল্য রয়েছে। কিন্তু এই ভারতের পেস বিভাগও দুর্দান্ত, তাই স্পোর্টিং উইকেটও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অক্ষরের থেকে কুলদীপ ভালো বিকল্প।

২) একটু অন্য ধরনের চিন্তাভাবনা করে বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ড। অক্ষরের মাপা লাইনলেন্থে বল করা উল্টে ইংরেজ ব্যাটারদের আক্রমণে সুবিধা করে দিতে পারে। কুলদীপের বল দু’দিকে ঘোরে, তাঁকে বোঝাও বেশ মুশকিল। তাই অক্ষরের থেকে তিনি বেশি চ্যালেঞ্জ খাড়া করতে পারবেন।

৩) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কুলদীপের ফর্ম। মূলত সাদা বলে ম্যাজিক করলেও লাল বলে যতটুকু সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। আটটি টেস্ট খেলে ২১.৫৫ গড়ে ৩৪ উইকেট নিয়েছেন চায়নাম্যান বোলার। এর মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। আক্রমণাত্মক বোলার হওয়া সত্ত্বেও তাঁর ইকোনমি রেট মাত্র ৩.৪৩ যা প্রশংসার দাবি রাখে।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular