কলকাতা টিভি ওয়েবডেস্ক: ভারত বনাম নিউ জিল্যান্ড (India vs New zealand) টেস্টের প্রথম দিন| সোশ্যাল সাইটে ভাইরাল ছিল একটাই ভিডিও| স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে দেখতে গুটখা (Gutkha Man) খাওয়া| যা নিয়ে টুইটার, ইনস্টাগ্রামে ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল| ফের কানপুরের (Kanpur Test) স্টেডিয়ামে সেই ব্যক্তি| তবে বার আর গুটখা খাচ্ছেন না| সারাদিন ট্রোল হওয়ার বরং গুটখা খাওয়া যে ক্ষতিকারক তারই প্রচারে ব্যস্ত তিনি| আর সেই ছবিও সোশ্যাল সাইটে ভাইরাল|
গুটখা খেতে খেতে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখছিলেন সেই ব্যক্তি| ক্যমেরায় সেই ভিডিও একবার দেখার পর থেকেই হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়াতে| এমনিতেই উত্তরপ্রদেশ| যেখানকার লোকেদের গুটখা খাওয়া নিয়ে নানান ঠাট্টা, ইয়ার্কি প্রচলিত রয়েছে| সেখানে মাঠে বসে গুটখা খাওয়ার ভিডিও| নেটিজেনরা কী আর সেই সুযোগ ছাড়ে|
কেউ কেউ ট্রোল করে বলেই ফেলেছিলেন, তারা নাকি জানতেন না কোথায় ম্যাচ হচ্ছে| এই ছবি দেখার পরই নিশ্চিত হয়ে গিয়েছিলেন| ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ভারতী তারকাও নিজেকে ধরে রাখতে পারেননি| সোশ্যাল সাইটে সেই গুটখা ম্যানের ছবি দিয়ে ট্রোল করেছেন তিনিও|
This test match so far: #INDvNZ pic.twitter.com/5jgUROVYnE
— Wasim Jaffer (@WasimJaffer14) November 26, 2021
একের পর এক মিম| সোশ্যাল সাইটে তাঁর ছবি ভাইরাল| মাঠে গিয়ে এবার অন্য মেজাজে সেই ব্যক্তি| হাতের মধ্যে একটা পোস্টার| যেখানে নিজেই লিখেছেন গুটখা খাওয়া একেবারেই ঠিক নয়| ক্ষতিকারকও| আর তাঁর এই নতুন ছবি দেখে নেট পাড়ায় আবারও হাসির ঢল|