Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরঘুমপাড়ানি গুলিতে কাবু ভালুক, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা

ঘুমপাড়ানি গুলিতে কাবু ভালুক, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা

Follow Us :

মালবাজার : বনকর্মীদের প্রচেষ্টায় শেষমেশ ঘুমপাড়ানি গুলিতে কাবু হল ভালুক। নাগরাকাটা ভগৎপুর চা বাগানের এক্সট্রাকশন এলাকায় ওই ভালুকটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে বনদফতরকে খবর দিলে, তারা ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভালুকটিকে কাবু করে।

আরও পড়ুন : ভালুকের পর দার্জিলিংয়ের রাস্তায় ১২ ফুটের কোবরা

নাগরাকাটা ভগৎপুর চা বাগান এলাকায় ভালুক দেখা যাওয়ার খবর পেয়ে শনিবার সকালে ওই এলাকা ঘিরে ফেলে বনদফতরের বেশ কয়েকটি ওয়াইল্ডলাইফ স্কোয়াড সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা। সাধারণ মানুষ যাতে কোনও ভাবেই ভালুকের সংস্পর্শে না আসে সেই দিকেও নজর রাখা হয়েছিল। ভালুকটি ওই এলাকার থেকে পাশের একটি গ্রাম ময়নাতলিতে চলে যায়। বিকেল নাগাদ বনকর্মীদের প্রচেষ্টায় সেটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়। আপাতত ভালুকটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর ভালুকটিকে তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ডুয়ার্সের চা বাগান ও সংলগ্ন এলাকায় ভালুকের হদিশ মেলায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

Most Popular