Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাদ্রাবিড়কেই ভারতের কোচ পদে দেখতে চান গম্ভীর

দ্রাবিড়কেই ভারতের কোচ পদে দেখতে চান গম্ভীর

Follow Us :

নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে হারের পর যে প্রশ্নটা সবথেকে বেশি মাথাচাড়া দিয়েছে তা হল, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কি হেড কোচ হিসেবে থেকে যাবেন, নাকি তাঁর জায়গায় অন্য কাউকে দেখা যাবে। দ্রাবিড়ের চুক্তি বিশ্বকাপ পর্যন্তই ছিল। বিসিসিআই (BCCI) সেই চুক্তির মেয়াদ বাড়ায় কি সেটাই দেখার। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতে, দ্রাবিড় যদি থাকতে চান তাহলে তাঁকেই রেখে দেওয়া উচিত।

গম্ভীর বলেন, “যদি বিশ্বকাপ নিয়ে কথা হয়, ভারত যেরকম পারফর্ম করেছে তাতে দ্রাবিড়ের চুক্তি অবশ্যই রিনিউ করা উচিত। একটা হারের উপর ভিত্তি করে কাউকে ভালো কোচ বা খারাপ কোচ বলা ঠিক নয়। খেলোয়াড়দের মতো প্রত্যেক কোচই তার দলের জন্য বিশ্বকাপ জিততে চায়।”

আরও পড়ুন: হার্দিককে নেতৃত্ব ছেড়ে দেবেন রোহিত: ডিভিলিয়ার্স

কেকেআরের (KKR) নতুন মেন্টর আরও বলেন, “তিনি (দ্রাবিড়) যদি চান, তাহলে অন্তত দু’ বছরের জন্য চুক্তি বাড়ানো উচিত কারণ ভারত পুনর্গঠনের পর্যায়ে যাবে। পরের বিশ্বকাপে আমরা হয়তো রোহিত, বুমরা, শামিকে দেখতে পাব না। কন্টিনিউটির থেকে ভালো কিছুই হতে পারে না।”

তবে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটে কি দ্রাবিড়ীয় সভ্যতার অবসান হতে চলেছে। বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি ছিল বিশ্বকাপ (CWC 2023) পর্যন্ত। ফাইনালে হারের পরে তিনি জানান, চুক্তি নবীকরণ বা পদত্যাগ, কোনও কিছু নিয়েই এখন ভাবছেন না। কিন্তু এখন শোনা যাচ্ছে, চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়। এও শোনা যাচ্ছে, কোচের পদে যোগ দিতে পারেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া টি২০ সিরিজে লক্ষ্মণই কোচ। শেষ এক বছরে যে সব সিরিজের গুরুত্ব তুলনায় কম, সেগুলোতে লক্ষ্মণকেই পাঠানো হয়েছে। এবার হয়তো পূর্ণ সময়ের কোচ হতে চলেছেন তিনি। বোর্ড সূত্রে খবর কোচ হতে আগ্রহী তিনি। অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় তিনটি টি২০, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। সম্ভবত সেই সিরিজেও লক্ষ্মণই যাবেন।

RELATED ARTICLES

Most Popular