Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাওড়িশা ম্যাচের আগে অরিম্দমের চোট নিয়ে বাড়ছে চিন্তা

ওড়িশা ম্যাচের আগে অরিম্দমের চোট নিয়ে বাড়ছে চিন্তা

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ডার্বির মঞ্চেই চোট পেয়েছিলেন| এরপর আর মাঠে থাকতে পারেননি| সামনেই রয়েছে মুম্বই সিটি এফসি ম্যাচ| সেই ম্যাচে নামার আগে গোলকিপার তথা দলের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল| পায়ে চোট রয়েছে তাঁর| রবিবার এমআরআই স্ক্যান করানো হল অরিম্দমকে|

শনিবার আইএসএলের মঞ্চে ডার্বির লড়াইয়ে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী| সেখানেই ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছে এটিকে-মোহনবাগান| প্রথমার্ধের ২৩ মিনিটের মধ্যে তিন গোল| তিনটিই হজম করতে হয়েছিল অরিম্দম ভট্টাচার্যকে|

চোট নিয়েই মাঠে নেমেছিলেন অরিন্দম ভট্টাচার্য| তৃতীয় গোল হওয়ার সময় পায়ের চোট থাকা জায়গাতেই ফের চোট পান তিনি| এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এটিকে-মোহনবাগান থেকে এবার ইস্টবেঙ্গলে আসা তারকা গোলকিপার| পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন| তাঁর জায়গায় নেমেছিলেন শুভম সেন|

এরপর থেকেই অরিন্দমের চোট নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন| রবিবারই অরিন্দমের পা এমআরআই স্ক্যান করানো হয়| যদিও রিপোর্ট এখনও পায়নি টিম ম্যানেজমেন্ট| মাঝে রয়েছে একদিন| এরপরই মঙ্গলবার ওড়িশার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল| এই চোটই সেই ম্যাচে নামার আগে অরিন্দমকে নিয়ে চিন্তা বাড়াচ্ছে|

RELATED ARTICLES

Most Popular