Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাকঠিন পরিস্থিতিতে নামার আগে শ্রেয়সকে কী পরামর্শ দিয়েছিলেন দ্রাবিড়?

কঠিন পরিস্থিতিতে নামার আগে শ্রেয়সকে কী পরামর্শ দিয়েছিলেন দ্রাবিড়?

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) পরামর্শ মেনেই এসেছে সাফল্য| কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে অভিষেক টেস্টে নামার আগেই তা রাহুল দ্রাবিড়ের থেকে খানিকটা শিখে নিতে পেরেছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)| আর সেই পরামর্শ মেনেই যে অভিষেকে চূড়ান্ত সাফল্য, তা বলার অপেক্ষা রাখে না| যদিও মাঠে নয়, ড্রেসিংরুমে ফিরেই নিজের কীর্তির কথা জানতে পারেন শ্রেয়স আইয়ার|

প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে নেমেই একটি সেঞ্চুরী ও একটি অর্ধশতরান পেয়েছেন| যা কেউই করতে পারেননি| একইসঙ্গে দু ইনিংসেই ভারতীয় দলের ত্রাতা তিনি| তাঁর হাত ধরে দুবারই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত| রাহুল দ্রাবিড়ের ছাত্র| ক্রিকেটার থাকাকালীন এমন পরিস্থিতি বহুবার সামলেছেন দ্রাবিড়|

আরও পড়ুন: কাঁধে চোট নিয়েই ব্যাট, ঋদ্ধিমানের অর্ধশতরানেই লড়াইয়ে ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধ ভারতের যখন ৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে, সেই অবস্থায় নেমেছিলেন শ্রেয়স| স্বভাবতই নামার সময় রাহুল দ্রাবিড় কী পরামর্শ দিয়েছিলেন তা তো আইয়ারের কাছে সকলে জানতে চাইবেনই, তিনি অবশ্য গোপন করেননি কিছুই| ম্যাচ শেষে তিনি জানান, ‘এই পরিস্থিতিতে নামার আগে দ্রাবিড় স্যার এরকটাই কথা বলেছিলেন| যত পার বল খেল| আমিও সেই কাজই করে গিয়েছি’|

এই ম্যাচেই বিরাট কীর্তি গড়েছেন শ্রেয়স আইয়ার| তাতেই খুশি তিনি| তবে সেই খবর মাঠে জানতে পারেননি, ড্রেসিংরুমে ফিরেই জানেন| শ্রেয়স বলেন, ‘আমি যে রেকর্ড গড়েছি সেটা মাঠে বুঝতে পারিনি| ড্রেসিংরুমে ফেরার পরই সতীর্থদের থেকে জানতে পারি| অবশ্যই ভাল লাগছে| তবে এখন এসব নিয়ে চিন্তা করছি না, জেতাটাই আসল লক্ষ্য’|

চতুর্থ দিনের শেষে ৪ রানের মধ্যে নিউ জিল্যান্ডের এক উইকেট তুলে নিয়েছেন অশ্বিন| নিউজিল্যান্ডের লক্ষ্য ২৮৪ রান| প্রথম টেস্ট জিততে ৯ উইকেট দূরে দাঁড়িয়ে ভারত|

RELATED ARTICLES

Most Popular