Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসুনীল ছেত্রীদের বিরুদ্ধে আজ মোহনবাগানের ‘সেমিফাইনাল’  
ISL 2023-24

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে আজ মোহনবাগানের ‘সেমিফাইনাল’  

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামেই প্রথমবার আই লিগ জিতেছিল সঞ্জয় সেনের মোহনবাগান

Follow Us :

বেঙ্গালুরু: ২০১৪-১৫ মরসুমে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামেই প্রথমবার আই লিগ (I League) জিতেছিল সঞ্জয় সেনের মোহনবাগান (Mohun Bagan)। ৮৬ মিনিটে বেলো রজাকের হেডে ১-১ করে বেঙ্গালুরু এফসির গুহা থেকে ট্রফি ছিনিয়ে নেওয়ার প্রায় ৯ বছর হয়ে গেল। আজ, বৃহস্পতিবার প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), মাঠ সেই কান্তিরাভা। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম।

প্রথমত এবার ড্র-তে কাজ হবে না, দ্বিতীয়ত জিতলেও কাজ ফুরোচ্ছে না। আজকে জিতলে তা হবে সাফল্যের পথে মোহনবাগানের অর্ধেক পদক্ষেপ। বাকি অর্ধেক ১৫ এপ্রিল যুবভারতীতে। বেঙ্গালুরুর কোনও পিছুটান নেই, তাদের সুপার সিক্সে খেলার আশা শেষ। ফলে চাপমুক্ত হয়ে, সম্মানের লড়াই লড়বেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। কাজেই কোনও রকম গা-ছাড়া মনোভাবের জায়গা নেই সবুজ-মেরুন ব্রিগেডের।

আরও পড়ুন: প্যারিসের মাঠেই এমবাপেদের হারাল বার্সেলোনা

 

শুভাশিস বোস (Shubhashis Bose), দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকোরা নিশ্চয়ই বুধবার পঞ্জাব এফসির (Punjab FC) কাছে ইস্টবেঙ্গলের (East Bengal) বিপর্যয় দেখেছেন। পঞ্জাবেরও বেঙ্গালুরুর মতো কোনও পিছুটান ছিল না, বরং লাল-হলুদের প্লে অফের আশা জিইয়ে ছিল। কিন্তু খেলায় অন্যরকম গল্প চোখে পড়ল। আন্তনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ছেলেরা নিশ্চয়ই ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছেন।

বাগানের সমস্যা হল, হাবাস এখনও সুস্থ হননি। বেঙ্গালুরু ম্যাচেও ডাগ আউটে থাকবেন না তিনি। দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। পেরেজ জানিয়েছেন, হাবাসের পরামর্শ মতোই খেলবে দল। আজ জিতলে বাগানের পয়েন্ট হবে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট। মুম্বই সিটি এফসি ৪৭ পয়েন্টে দাঁড়িয়ে আছে। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ কার্যত সেমিফাইনাল।  আর জিতলে ১৫ এপ্রিল লিগ-শিল্ড ফাইনাল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular