HomeScrollআলিপুরদুয়ারে জমে উঠেছে নির্বাচনী প্রচার
Alipurduar Vote Campaign

আলিপুরদুয়ারে জমে উঠেছে নির্বাচনী প্রচার

শেষ মুহূর্তের প্রচারে বাড়তি জোর তৃণমূল বিজেপি দুই শিবিরেরই

Follow Us :

আলিপুরদুয়ার: হাতে রয়েছে মাত্র আর কটাদিন। তারপরই আগামী ১৯ এপ্রিল নির্বাচন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে (Alipurduar Loksabha Seat)। তাই এই শেষ মুহূর্তের প্রচারে বাড়তি জোর দিতে চাইছে তৃণমূল-বিজেপি দুই শিবিরই। এই বিষয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী মনোজ টিগ্গা বলেন, এই কদিনের প্রচারে বাড়িতে জোর তো দিতেই হবে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরাও আসবেন প্রচারে। অন্যদিকে, তৃণমূলের (TMC) লোকসভা প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, রাত দিন এক করে প্রচার করব। আমি আশাবাদী জয় আমাদেরই হবে।

বিজেপির ব্যর্থ সাংসদ ৫ বছরে কিছু কাজ করেনি, ভয়ের চোটে এবার তারা প্রার্থী বদল করেছে। আমাদের আস্থা আকাঙ্খা সাধারণ মানুষের প্রতি রয়েছে। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের উন্নয়ন ও এলাকার শান্তি শৃঙ্খলার জন্য ভোট চাইছি। আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে এই মন্তব্য করলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বাড়াইক। এদিন আলিপুরদুয়ারের শামুকতলা রোড এলাকা থেকে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোট প্রচার শুরু করেন প্রকাশ। এরপর চার মাইল থেকে পলাশথালি পর্যন্ত বাইক মিছিলের মাধ্যমে ভোট প্রচার করা হয়। আলিপুরদুয়ারের চেকো বাজার এলাকায় জনসভা ও মিছিল আয়োজিত হয়। পাশাপাশি উত্তর মাঝিরডাবরি থেকে দক্ষিণ মাঝিরডাবরি পর্যন্ত বাইক মিছিল করা হয়। এদিন বিভিন্ন এলাকায় ধামসা ,মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে ভোট প্রচার করতে দেখা যায়কাশ চিকবড়াইককে।‌

আরও পড়ুন: একটা ভোটও অন্য দলকে দেবেন না, রেড রোডে অনুষ্ঠান থেকে বক্তব্য মুখ্যমন্ত্রীর

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular