Placeholder canvas

Placeholder canvas
Homeখেলা৪ রানে হায়দরাবাদকে হারিয়ে শেষ হাসি হাসল কলকাতা
Kolkata Knight Riders

৪ রানে হায়দরাবাদকে হারিয়ে শেষ হাসি হাসল কলকাতা

ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর

Follow Us :

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Garden) রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর (KKR)। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunriser Hyderabad) হারাল ৪ রানে। হায়দরাবাদের ব্যাটার হেনরি ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও সূর্যোদয় হল না হায়দরাবাদের।

এদিন বল হাতে পুরনো ঝলক দেখান সুনীল নারিন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। ২০৮ রান চেজ করতে নেমে হায়দরাবাদের ওপেনাররা শুরুটা খারাপ করেননি। কিন্তু ব্যক্তিগত ৩২ রানের স্কোরে mayank agarwal আউট হতেই উইকেট পতন শুরু হয়। মাঝে কেকেআর ফিল্ডারের থেকে ক্যাচ মিসও হয়। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার মিচেল স্টার্ক ফ্লপ প্রথম ম্যাচে। ৪ ওভারে দেন ৫৩ রান। কোনও উইকেট পাননি।

আরও পড়ুন: ভিন্টেজ রাসেল-নারিন ইজ ব্যাক!

এর আগে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ২০৯ রানের বিশাল টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লে-তে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়ায় নাইটবাহিনী। কেকেআর-এর হয়ে প্রথম ম্যাচ খেলা ফিল সল্ট করেন ৫৪ রান। ব্যাট হাতে নজর কাড়েন তরুণ রমনদীপ সিং-ও। ৪টি ওভারবাউন্ডারি এবং একটি বাউন্ডারির সহযোগে ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর ইডেন গার্ডেনস সাক্ষী থাকে রাসেল- মাসেল শো-এর। ৭টি ছয় এবং ৩টি চারের সহযোগে ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।

 দেখুন ভিডিও 

YouTube player
RELATED ARTICLES

Most Popular