Placeholder canvas

Placeholder canvas
HomeScrollধরমশালায় ভারতের রেকর্ড কেমন, জেনে নিন  
India vs England

ধরমশালায় ভারতের রেকর্ড কেমন, জেনে নিন  

এ পর্যন্ত মাত্র একটাই টেস্ট ম্যাচ খেলা হয়েছে ধরমশালায়

Follow Us :

ধরমশালা: বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ডে (India vs England) টেস্ট সিরিজের (test Series) শেষ ম্যাচ শুরু। ভারত আগেই সিরিজ পকেটে পুরে ফেললেও ধরমশালা (Dharamshala) টেস্ট নিয়ে আগ্রহের শেষ নেই। ধরমশালার আবহাওয়ায় অনেকটা নিজেদের দেশের মতো অনুভব করবেন বেন স্টোকসরা (Ben Stokes)। তীব্র ঠান্ডায় একটু হলেও বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন ভারতীয় স্পিনাররা। সিরিজ ৩-২ করতে পারলে অনেকটাই সম্মান নিয়ে দেশে ফিরবে সফরকারী দল। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে সব ম্যাচেই এখন জেতাই লক্ষ্য ভারতের।

ধরমশালার এইচপিসিএ স্টেডিয়াম (HPCA Stadium) বেশিদিন পুরনো নয়। এ পর্যন্ত মাত্র একটাই টেস্ট ম্যাচ খেলা হয়েছে সেখানে। আসুন দেখে নেওয়া যাক কী হয়েছিল সেই ম্যাচে, ভারত কেমন পারফরম্যান্স দিয়েছিল।

আরও পড়ুন: ধোনির রহস্যময় পোস্ট নিয়ে জল্পনা, আইপিএল খেলবেন তো?

২০১৭ সালের বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফি ১-১ ড্র অবস্থায় তৃতীয় টেস্ট ছিল ধরমশালায়। ভারতের অধিনায়ক তখন বিরাট কোহলি (Virat Kohli), কিন্তু কাঁধের চোটে সেই ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁর জায়গায় নেতৃত্ব দেন অজিঙ্ক্য রাহানে এবং সেই ম্যাচেই অভিষেক ঘটেছিল কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ (Steve Smith)। টসে জিতে বিনা দ্বিধায় ব্যাটিং নেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ১৪৪ রানে। মনে হচ্ছিল বিশাল স্কোর খাড়া করবে তারা, কিন্তু এই সময় জাদু দেখান কুলদীপ। তাঁর চার উইকেটের সৌজন্যে স্মিথের ১১১ সত্ত্বেও ৩০০ রানে অল আউট হয়ে যায় অজিরা। ভারতের তরফে কে এল রাহুল, চেতেশ্বর পুজারা এবং রবীন্দ্র জাদেজার অর্ধশতরানে ভর করে ৩২ রানের লিড নেয় ভারত। তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে বান্ডিল করে দেয় ভারত। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। জয়ের লক্ষ্যমাত্রা ১০৬ রান মাত্র দুই উইকেট হারিয়ে তুলে দেয় ভারত।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular