Placeholder canvas

Placeholder canvas
HomeScrollলিভারপুলকে রুখে দিল ম্যান ইউ, লাভ হল আর্সেনালের
Premier League

লিভারপুলকে রুখে দিল ম্যান ইউ, লাভ হল আর্সেনালের

শীর্ষস্থানে এখন মিকেল আর্তেতার আর্সেনাল

Follow Us :

ম্যাঞ্চেস্টার: চরম রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই। রবিবারের আগে পর্যন্ত ফেভারিট ছিল লিভারপুল। কিন্তু রবিবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ড্র করে দুই নম্বরে নেমে এল জুর্গেন ক্লপের দল। শীর্ষস্থানে এখন মিকেল আর্তেতার আর্সেনাল। পয়েন্ট দুই দলেরই ৭১ হলেও গোলপার্থক্যে আর্সেনাল অনেক এগিয়ে। ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যাঞ্চেস্টার সিটি।

ম্যান ইউয়ের বিরুদ্ধে জিতলে খেতাবি দৌড়ে বেশ খানিকটা এগিয়ে যেত লিভারপুল। শুরুটা সেরকমই করে তারা। ওল্ড ট্রাফোর্ডের মাঠে প্রথমার্ধে ম্যান ইউকে নিয়ে প্রায় ছেলেখেলা করছিলেন লুইস দিয়াজ, মহম্মদ সালাহরা। ২৩ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল হেড করে দিয়াজের সামনে রাখেন ডারউইন নুনেজ। বিনা বাধায় গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড। আরও গোটা দুই গোল হতে পারত যদি সালাহ সুযোগ নষ্ট না করতেন।

আরও পড়ুন: ২০২৪ আইপিএলে প্রথম সেঞ্চুরি এলো কোহলির ব্যাট থেকে

 

দ্বিতীয়ার্ধে কোনও খেলোয়াড় বদল না হলেও খেলা বদলে যায় ম্যান ইউয়ের। সম্ভবত কোচ এরিক টেন হাগ বিরতিতে কড়কানি দিয়েছিলেন। তবে সমতা আসে লিভারপুল ডিফেন্ডারের বিশ্রী ভুলে। পাস দিতে গিয়ে রেড ডেভিল অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের পায়ে জমা দেন। গোলকিপারও তখন নিজের জায়গায় ফিরতে পারেননি। দূর থেকে শট চালিয়ে দেন ব্রুনো, তা হাওয়ায় বাঁকে খেয়ে গোলে ঢোকে।

৬৭ মিনিটে একক কৃতিত্বে ২-১ করেন ইউনাইটেডের তরুণ তুর্কি কোবি মেইনু। বয়স মাত্র ১৯, কিন্তু তাঁর প্রতিভার ঝলক দেখে মুগ্ধ ফুটবল জনতা। পিছিয়ে পড়ে আক্রমণে চাপ বাড়ায় লিভারপুল। ৮২ মিনিটে পেনাল্টি আদায় করেন পরিবর্ত হিসেবে নামা হার্ভি এলিয়ট। তাঁকে বক্সের মধ্যে ফেলে দেন অ্যারন ওয়ান-বিসাখা। যদিও টিভি রিপ্লে পরিষ্কার দেখা যায়, এলিয়টের পায়ে ছোঁয়া পর্যন্ত লাগাননি তিনি। যাই হোক, পেনাল্টি থেকে ২-২ করেন সালাহ।

RELATED ARTICLES

Most Popular