Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসাত গোলের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ম্যান ইউয়ের

সাত গোলের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ম্যান ইউয়ের

Follow Us :

উলভারহ্যাম্পটন: ইংলিশ প্রিমিয়ার লিগকে (EPL) সাধে পৃথিবীর সেরা ফুটবল লিগ বলা হয় না। বৃহস্পতিবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ম্যাচে যেভাবে নাটকীয় পটপরিবর্তন ঘটল তা কোনও থ্রিলার সিনেমার থেকে কম নয়। ৯০ পর্যন্ত ৩-২ জিতছিল ম্যান ইউ। রেফারি সংযুক্ত সময় দিয়েছিলেন ৯ মিনিট। তার ৫ মিনিটে ৩-৩ করে দেয় উলভস। খেলা ড্র হবে তখন মোটামুটি নিশ্চিত। দু’ মিনিট পরেই একক প্রচেষ্টায় ৪-৩ করে দেন ম্যান ইউয়ের ১৮ বছর বয়সি মিডফিল্ডার কোবি মাইনু (Kobbie Mainoo)। দলকে পুরো তিন পয়েন্ট এনে দিয়ে তিনিই ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

আরও পড়ুন: অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা!

উলভসের মাঠে শুরুতেই (৫ মিনিট) মার্কাস র‍্যাশফোর্ডের (Marcus Rashford) গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ২২ মিনিটে ২-০ করেন র‍্যাসমাস হোয়লুন্ড। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে আক্রমণে চাপ বাড়ায় উলভস। ৭০ মিনিটে ক্যাসেমিরো বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় উলভস এবং ২-১ করেন পাবলো সারাবিয়া। প্রায় সঙ্গে সঙ্গে ক্যাসেমিরোকে তুলে স্কট ম্যাকটমিনে। নামার কয়েক মুহূর্ত পরেই ব্রুনো ফার্নান্ডেজের (Bruno Fernandez) কর্নার থেকে ৩-১ করেন ম্যাকটমিনে।

 

এখান থেকে উলভসের ম্যাচে ফেরার কথা ছিল না। কিন্তু কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) কিছু খারাপ পরিবর্তন এবং ট্যাকটিক্যাল ভুলে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। টেন হাগের কপাল ভালো, শেষ মুহূর্তে দর্শনীয় গোল করে ম্যাচ জেতান মাইনু। না হলে তাঁর সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা হতে পারত। আপাতত স্বস্তির দীর্ঘশ্বাস ফেলবেন ম্যান ইউ কোচ। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে রইল তাঁর দল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular