কলকাতা: অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-কে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে নিরূপার। এখন আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
ইতিমধ্যেই ইসিজি করানো হয়েছে। রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভকে যে চিকিৎসক দেখেছিলেন, তিনিই নিরূপার চিকিৎসা করছেন।
এর আগে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন নিরূপা। তখন দু’বারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রথমবার ২০২১ সালের সেপ্টেম্বরে। দ্বিতীয়বার ২০২২ সালের জুলাই মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময়ই জানা গিয়েছিল, হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে নার্ভ, ডায়বেটিস, থাইরয়েডের সমস্যা।
অন্য খবর দেখতে ক্লিক করুন: